আরও পড়ুন: ছুটির পরও ফিরে আসে ছেলেমেয়েরা! এই শিশু বান্ধব স্কুল নজর কেড়েছে সকলের
দক্ষিণ ২৪ পরগনার ফলতাতেই পশ্চিমবঙ্গের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠে। প্রথমে এর নাম ছিল ফলতা এক্সপোর্ট প্রসেসিং জোন। ধীরে ধীরে এখানে গড়ে ওঠে একের পর এক প্রোডাকশন ইউনিট। আর তার হাত ধরেই গোটা এলাকার অর্থনৈতিক মানচিত্র বদলে যায়। এখানে প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী তৈরি, লোহার বল-বিয়ারিং প্রস্তুত, চটের কাজ সহ আরও নানান বিভাগের কারখানা গড়ে ওঠে।
advertisement
এই বিপুল সাফল্যের মধ্যেই গত কয়েক বছর ধরে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিরুদ্ধে নানান অভিযোগ উঠতে শুরু করে। মূলত স্থানীয় কিছু বাসিন্দার থেকেই এই সমস্ত অভিযোগ আসছিল। তবে সেইসব অভিযোগ সত্ত্বেও সাফল্যের পথেই এগিয়ে চলেছে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বর্তমানে এখানে প্রতিদিন প্রায় ১ মিলিয়ন জল উৎপাদন করা হয়। কাঁচামাল আমদানি ও রফতানি করার জন্য কম্পিউটার নিয়ন্ত্রিত জেটি রয়েছে। যেখানে ২০ ফুট ও ৪০ ফুটের কন্টেনার তোলা ও নামানো হয়। ঘণ্টায় জেটিটি ৫ টি কন্টেনার তোলা নামানো করতে পারে।
সম্প্রতি ফলতা সেজের কাজ পরিদর্শন করতে যান ওয়েস্ট বেঙ্গল ইনড্রাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশনের কর্মকর্তারা। সঙ্গে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলার জেলাশাসক সুমিত গুপ্তা ও ডায়মন্ডহারবারের মহাকুমাশাসক অঞ্জন ঘোষ। তাঁরা সেখানে একটি রিভিউ মিটিং করেন। ফলে এই অঞ্চলে আরও উন্নয়ন নিয়ে আশায় বুক বাঁধছেন স্থানীয়রা।
নবাব মল্লিক