West Medinipur News: ছুটির পরও ফিরে আসে ছেলেমেয়েরা! এই শিশু বান্ধব স্কুল নজর কেড়েছে সকলের

Last Updated:

স্কুল ছুটির পর‌ও এখানে খেলাধুলো করার জন্য ফিরে আসে অনেক ছোট ছোট ছেলে মেয়ে। গ্রামের মধ্যে সাজানো গোছানো এই স্কুল নজর কেড়েছে সকলের।

+
title=

পশ্চিম মেদিনীপুর: ছোটবেলায় অনেকের স্কুলে যেতে চায় না। এই সকল শিশুদের স্কুলমুখী করার জন্য এবার গোটা স্কুলকেই শিশু বান্ধব করে তোলা হল। বিদ্যালয়ের দেওয়াল থেকে ক্লাসরুম, এমনকি বাগানও সাজিয়ে তোলা হয়েছে শিশুদের মনের মতো করে। কেশপুরের ইন্দ্রকুঁড়ি প্রাথমিক বিদ্যালয়ে গেলে বোঝা যাবে সেটি কেন শিশু বান্ধব স্কুলের তকমা পেয়েছে।
পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর চক্রের এই স্কুলটি জেলা সদর থেকে অনেকটাই দূরে অবস্থিত। কিন্তু প্রান্তিক এলাকার এই স্কুলের চালচিত্র দেখলে অবাক হতে হয়। স্কুল প্রাচীরজুড়ে আছে শিশু বান্ধব পড়াশুনোর নানা উপকরণ। বাংলা বর্ণমালা এবং সহজ পাঠের অংশবিশেষকে তুলে ধরা হয়েছে দেওয়ালের গায়ে।
advertisement
advertisement
ক্লাসরুমের দেওয়ালজুড়ে বাংলা ও ইংরেজির নানা মাসের পরিচয়, শব্দমালা এবং নানান অক্ষর ও বর্ণকে তুলে ধরা হয়েছে। বিদ্যালয়ের ভিতর রয়েছে ছোট ছোট শিশুদের খেলার জন্য বাগান। শিশুদের মন ভালো করার জন্য আছে দোলনাও। স্কুল ছুটির পর‌ও এখানে খেলাধুলো করার জন্য ফিরে আসে অনেক ছোট ছোট ছেলে মেয়ে। গ্রামের মধ্যে সাজানো গোছানো এই স্কুল নজর কেড়েছে সকলের। বিদ্যালয়ে রয়েছে কিচেন গার্ডেন। এর পরিচর্যার কাজ ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা মিলেমিশে একসঙ্গে করেন। স্কুল কর্তৃপক্ষের এই কাজের প্রশংসা করেছে মন্ত্রী শিউলি সাহা। এলাকার বিধায়ক হিসেবে তিনি প্রধান শিক্ষক মহাশয়কে অভিনন্দন জানান।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: ছুটির পরও ফিরে আসে ছেলেমেয়েরা! এই শিশু বান্ধব স্কুল নজর কেড়েছে সকলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement