Purulia News : শিলান্যাসের পর ছয় বছরেও শেষ হল না সেতু তৈরির কাজ

Last Updated:

প্রথম বছর সেতু তৈরির কাজ অনেকটাই এগিয়েছিল। কিন্তু মাঝপথে হঠাৎই থমকে যায় নির্মাণ কাজ। তারপর আর কাজে এগোয়নি।

+
title=

পুরুলিয়া: শিলান্যাসের পর ৬ বছর পেরিয়ে গেলেও এখনও শুরু হল না সেতুর নির্মাণ কাজ। ২০১৭ সালে কাটাবেড়া ও আড়সা ব্লকের বামুনডিহা ঘাটে উপর অবস্থিত এই সেতু তৈরির কাজের শিলান্যাস হয়। তথাকালীন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী শান্তিরাম মাহাত এই শিলান্যাস করেছিলেন। সেই সময় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে এর জন্য বরাদ্দ হয়েছিল ৯ কোটি ২৪ লক্ষ টাকা। কথা ছিল দু’বছরের মধ্যে সেতু নির্মাণ সম্পন্ন হবে। কিন্তু সেই সেতু আজও চালু হল না। ‌
স্থানীয় সূত্রে খবর, প্রথম বছর সেতু তৈরির কাজ অনেকটাই এগিয়েছিল। কিন্তু মাঝপথে হঠাৎই থমকে যায় নির্মাণ কাজ। তারপর আর কাজে এগোয়নি। এর ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন জয়পুর ও বলরামপুর বিধানসভার প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ। অত্যন্ত কষ্ট করে তাঁদের প্রতিদিন যাতায়াত করতে হয়। বর্ষার সময় বাঁশের অস্থায়ী সেতুর উপর দিয়ে পারাপার করতে হওয়াটা অত্যন্ত কঠিন। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই এইভাবে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, সেতুর কাজ থমকে যাওয়ার বিষয়টি বারবার শান্তিরাম মাহাত’কে জানালেও কাজের কাজ কিছু হয়নি। সম্প্রতি তাঁরা বিষয়টি পুরুলিয়ার জেলাশাসক রজত নন্দা ও জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের কাছে তিন হাজারেরও বেশি মানুষের গণ স্বাক্ষর সহ জানান।
এই বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, পানীয় জলের সমস্যা সমাধান করার জন্য সেই সময় ওই সেতুর নির্মাণ কাজ থামিয়ে দেওয়া হয়েছিল। পুনরায় সেটি চালু করার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : শিলান্যাসের পর ছয় বছরেও শেষ হল না সেতু তৈরির কাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement