West Bardhaman News: রোগী পরিষেবায় কেন্দ্রের বড় সার্টিফিকেট আসানসোল হাসপাতালকে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
৯২% নম্বর পেয়ে দেশের সেরা সরকারি হাসপাতালগুলোর সঙ্গে রোগী পরিষেবার তালিকায় জায়গা করে নিয়েছে আসানসোল জেলা হাসপাতাল
পশ্চিম বর্ধমান: বড় সাফল্য আসানসোল জেলা হাসপাতালের। রোগী পরিষেবায় উল্লেখযোগ্য অবদান রেখে কেন্দ্রের থেকে সার্টিফিকেট পেল এই সরকারি হাসপাতাল। এই বিভাগে ৯২% নম্বর পেয়ে দেশের সেরা সরকারি হাসপাতালগুলোর সঙ্গে রোগী পরিষেবার তালিকায় জায়গা করে নিয়েছে।
আসানসোল জেলা হাসপাতালের এই সাফল্যে খুশি পশ্চিম বর্ধমান জেলার মানুষ। কেন্দ্রের তরফ থেকে এই সার্টিফিকেট এসে পৌঁছতেই আনন্দ মেতে ওঠেন হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা।
advertisement
উল্লেখ্য, গত মার্চ মাসের ২২ থেকে ২৫ তারিখ পর্যন্ত একটি সমীক্ষা চালানো হয়েছিল আসানসোল জেলা হাসপাতালে। কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে চালানো হয়েছিল এই সমীক্ষা। নানান বিষয়ের উপর ভিত্তি করে হাসপাতালের পরিষেবার গুণগতমান খতিয়ে দেখা হয়। আউটডোর পরিষেবা, ইনডোর পরিষেবা, আইসিইউ পরিষেবা, সিসিইউ পরিষেবার মত বিষয়গুলি খতিয়ে দেখেন কেন্দ্রের বিশেষজ্ঞ টিম। একই সঙ্গে খতিয়ে দেখা হয় চিকিৎসা করাতে আসা মানুষের কোনও সমস্যা হচ্ছে কিনা। চারদিন ধরে চলা এই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতেই এলো এই বিরল সাফল্য।
advertisement
এই বিষয়ে আসানসোল জেলা হাসপাতালের সুপার জানান, সুপার স্পেশালিটি হাসপাতাল হিসেবে আসানসোল জেলা হাসপাতাল মানুষকে সবসময় সব রকমের চিকিৎসা দিতে মুখিয়ে থাকে। এখানে বিভিন্ন দুরারোগ্য রোগের চিকিৎসা হয়। জটিল অস্ত্রোপোচার হয়। অসুস্থ রোগীদের সুস্থ করে তুলতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেন। রোগীর পরিজনদের যাতে কোনও সমস্যার মুখে পড়তে না হয় সেদিকেও সব সময় লক্ষ্য রাখা হয়। এটা তারই স্বীকৃতি বলে তিনি দাবি করেন। জানা গিয়েছে, কেন্দ্রের এই সার্টিফিকেট পাওয়ার আনন্দে আসানসোল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কেক কেটে বিষয়টি উদযাপন করেছেন।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 4:19 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: রোগী পরিষেবায় কেন্দ্রের বড় সার্টিফিকেট আসানসোল হাসপাতালকে