Hooghly News: ভালো কাজের পুরস্কার, ৮০ হাজার স্কুলড্রেস তৈরির বরাত স্বনির্ভর গোষ্ঠীর ঝুলিতে
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
একসঙ্গে ৮০ হাজার স্কুল ড্রেস তৈরির বরাত পেলেন আরামবাগের মায়াপুর দু'নম্বর মহিলা সংঘের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।
হুগলি: ভালো কাজ করলে তার যে বড় প্রতিদান পাওয়া যায় তার হাতে গরম প্রমাণ পেলেন আরামবাগের এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এর আগে স্কুলের অল্প কিছু পোশাক তৈরি করে আরামবাগ মহকুমার কয়েক জায়গায় পরিষেবা দিয়েছিল। সেই কাজ পছন্দ হওয়ায় এবার একসঙ্গে ৮০ হাজার স্কুল ড্রেস তৈরির বরাত পেলেন আরামবাগের মায়াপুর দু’নম্বর মহিলা সংঘের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সরাসরি জেলা থেকে এই পোশাকের বরাত এসেছে।
এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কারোরই পরিবারের আর্থিক অবস্থা বিশেষ একটা ভালো নয়। কিন্তু একসঙ্গে ৮০ হাজার স্কুল ড্রেস তৈরির এই অর্ডারের হাত ধরে তাঁরা সংসারের হাল ফেরানোর স্বপ্ন দেখছেন। আর তাই দিনরাত এক করে কাজ করে চলেছেন, যাতে সময়ে অর্ডার ডেলিভারি করা যায়।
advertisement
advertisement
হুগলি জেলা প্রশাসন সূত্রে খবর, গোঘাট-১, গোঘাট-২, আরামবাগ ব্লক ও আরামবাগ পুরসভা এলাকার স্কুলগুলির ৮০ হাজার ছাত্রছাত্রীর জামা-প্যান্ট, স্কার্ট, চুড়িদার তৈরির বরাত পেয়েছে ওই স্বনির্ভর গোষ্ঠীটি। নির্ধারিত সময়ে এই কাজ শেষ করার জন্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মায়াপুর-২ পঞ্চায়েতের প্রধান অলোক সাঁতরা। যেহেতু মহিলারা সারা রাত জেগে কাজ করছেন তাই তাঁদের নিরাপত্তার জন্য রাতে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের ব্যবস্থা করা হয়েছে। লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরাও। এমনকি মহিলাদের যাতায়াতের জন্য গাড়ি, কাজের জায়গায় ২৪ ঘণ্টা আলো ও পাখার ব্যবস্থা যাতে থাকে তার জন জেনারেটরের ব্যবস্থা করে দিয়েছে পঞ্চায়েত।
advertisement
এই বিষয়ে পঞ্চায়েত প্রধান বলেন, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য পঞ্চায়েত থেকে ভবন তৈরি করে দেওয়া হয়েছে। সেই ভবনেই স্কুল ড্রেস তৈরির এই কাজ চলছে। এই এবার বিপুল পরিমাণের পোশাক তৈরি করার কাজ এসেছে। এতে করে গোষ্ঠীর মহিলারা অনেকটাই স্বাবলম্বী হতে পারবেন বলে জানান তিনি।
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 4:01 PM IST








