TRENDING:

South 24 Parganas News: ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলাকে কেন্দ্র করে ক্যানিংয়ে ব্যাপক সংঘর্ষ, জখম ১২

Last Updated:

ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন তা নিয়ে প্রবল বিতর্ক, তারপরই সংঘর্ষ ছড়াল ক্যানিংয়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল ক্যানিং। দুই দলের মধ্যে সংঘর্ষের জেরে জখম হল ১২ জন। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়।
advertisement

আরও পড়ুন: ক্যারাটেতে স্বর্ণপদক জিতেও চিন্তায় দুই বোন, অভাব যে পিছু ছাড়ে না!

নৌকা বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে ক্যানিংয়ের হাটপুকুরিয়া এলাকায়। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন জখম হন। আহতদের মধ্যে আফতাবউদ্দিন মোল্লা নামে একজন স্থানীয় পঞ্চায়েত সদস্যও আছেন। সকলকেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ক্যানিংয়ের ঠাকুরান খালে প্রতিবছরের এই সময় নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। এবারে বৃহস্পতিবার ছিল সেই প্রতিযোগিতার ফাইনাল। পাশাপাশি দুটি গ্রাম ভলেয়া ও গোবরামারি ফাইনালে ওঠে।

advertisement

View More

জানা গিয়েছে, ফাইনালে দু’বার নৌকা বাইচ হলে দু’পক্ষই একবার করে জেতে। যদিও গোবরামারি গ্রামের টিম দাবি করে, তাঁরাই দু’বার জিতেছে। এই নিয়েই দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা বেঁধে যায়। পরে মারামারি শুরু হয়। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

সুমন সাহা

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলাকে কেন্দ্র করে ক্যানিংয়ে ব্যাপক সংঘর্ষ, জখম ১২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল