Coochbehar News: ক্যারাটেতে স্বর্ণপদক জিতেও চিন্তায় দুই বোন, অভাব যে পিছু ছাড়ে না!

Last Updated:

ক্যারাটেতে একের পর এক সাফল্য এসেছে, দুজনেই জিতেছেন স্বর্ণপদক। কিন্তু পরিবারের আর্থিক অনটনের জন্য ভবিষ্যৎ নিয়ে চিন্তায় দুই সফল বোন

+
পারিবারিক

পারিবারিক আর্থিক অবস্থা ভাবিয়ে তুলছে দুই ক্যারাটে খেলোয়ারদের!

কোচবিহার: মেয়েদের আত্মরক্ষার বিষয় নিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বর্তমানে। অনেকেই ক্যারাটে শিখছে। কিন্তু সাফল্য পেয়ে গেলে তারপর কী হবে সেই উত্তরটা যেন নেই। কোচবিহারের দিনহাটা মহকুমার ভেটাগুড়ি এলাকার একই পরিবারের দুই মেয়ে ক্যারাটেতে তাক লাগানো সাফল্য পেয়েছে। এখনও পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয় করেছেন তাঁরা। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতাতেও অংশ নিয়েছেন। কিন্তু পরিবারের অভাব যেন পিছন থেকে টেনে ধরছে। পর্যাপ্ত অর্থের যোগান না থাকায় চিন্তা যেন কোনভাবেই পিছু ছাড়ছে না তাঁদের। আগামীদিনে ক্যারাটে নিয়ে আরও ভাল জায়গায় পৌঁছনোর ইচ্ছে আছে। কিন্তু পরিবারের এই অভাবের ফলে সেটা কতটা সম্ভব হবে জানে না কেউ।
ক্যারাটে খেলোয়ার জাহ্নবী দেবনাথ জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছেন। বহু পদকও জিতেছেন। কিন্তু এত সাফল্য সত্ত্বেও কোন‌ও সুযোগ-সুবিধা পাচ্ছেন না। সরকারি তো অনেক দূরের বিষয় বেসরকারি ভাবেও কোন সহযোগিতা পাননি এখনও পর্যন্ত। তাই পরিবারের অর্থের যোগানের উপরে ভরসা করেই এই খেলা চালিয়ে যেতে হচ্ছে তাঁদের। বাবা দিনমজুর। ফলে টানাটানির সংসারে খেলার জন্য অর্থের যোগান থাকে না বললেই চলে।
advertisement
advertisement
ওই পরিবারেরই আরেক ক্যারাটে খেলোয়ার তথা জাহ্নবীর বোন দীপ্তা দেবনাথ জানান, দিদির সঙ্গে তিনি প্রায় চার বছর ধরে ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছেন। তিনিও বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন। তবে পারিবারিক আর্থিক অবস্থা ভাল না থাকায় উন্নতমানের প্রশিক্ষণ নেওয়া সম্ভব হচ্ছে না। দুই সফল বোনের দিনমজুর বাবা নিখিল দেবনাথ জানান, তিনি পেশায় রঙের মিস্ত্রি। দিনমজুরি করে সারাদিনে বড়জোর ৪০০ টাকা রোজগার হয়। কোনদিন সেটাও হয় না। এই পরিস্থিতির মধ্যে মেয়েদের খেলার খরচ চালানো তাঁর পক্ষে বেশ কষ্টের হয়ে দাঁড়িয়েছে। তবে এলাকার মানুষের কাছে দেনা করে হলেও তিনি মেয়েদের এই খেলা চালিয়ে যাবেন।
advertisement
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: ক্যারাটেতে স্বর্ণপদক জিতেও চিন্তায় দুই বোন, অভাব যে পিছু ছাড়ে না!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement