আরও পড়ুন: অ্যান্টি র্যাগিং অ্যাওয়ারনেস ক্যাম্প আইটিআই-এ
এই গ্রামের সবচেয়ে প্রবীন ব্যক্তি রবীন্দ্রনাথ হালদার, তাঁর কাছ থেকেই কাজ শিখেছেন বাকিরা। তাই গ্রামে তাঁর কদর সবার থেকে বেশি। তবে তিনি একচোখে দেখতে পান না। সেই প্রতিবন্ধকতা সরিয়ে নিজের জেদের বশেই মন্দিরবাজারে এখনও প্রতিমার সাজসজ্জা তৈরি করছেন ৮০ বছরের বৃদ্ধ রবীন্দ্রনাথবাবু। বাঁ-চোখ ছোটবেলাতেই নষ্ট হয়ে গিয়েছিল। কিন্ত ডান চোখের ভরসাতেই শোলা দিয়ে দেবীমূর্তি, গয়না, দেবীর সাজসজ্জা তৈরির কাজ করে চলছেন। তাঁর হাতের কাজ দেখলে চমকে উঠতে হয়।
advertisement
দুর্গাপুজোর আগে মন্দিরবাজারের এই শোলাগ্রামে ব্যস্ততা তুঙ্গে ওঠে। রবীন্দ্রনাথ হালদারের তৈরি শোলার গয়না, সাজসজ্জা এবার যাবে বেহালা, জয়নগর, ডায়মণ্ডহারার ও মন্দিরবাজারের আশপাশের পুজো মণ্ডপে। তবে শুধুমাত্র তিনি একা নন, এই গ্রামে শোলার কাজ করেন অনেকেই। সকাল ১১ টার পর থেকে শুরু হয় কাজ। চলে রাত পর্যন্ত। পুকুরিয়া থেকে আনা হয় কাজ। শোলা দিয়ে প্রতিমার সাজ গয়না, আঁচল, মুকুট সব তৈরি করেন তাঁরা। শোলা দিয়ে পাখিও তৈরি করেন। কিন্তু এই কাজ চালিয়ে যাওয়া দিনে দিনে কঠিন হয়ে উঠছে। অস্ত্র, চুমকি, শোলা, কাঁচি, কাগজ, ছেনি সব উপাদানের দাম বেড়ে যাওয়ায় খরচ অনেকটাই বেড়ে গিয়েছে।
নবাব মল্লিক