Nadia News: অ্যান্টি র্যাগিং অ্যাওয়ারনেস ক্যাম্প আইটিআই-এ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
শিক্ষাঙ্গনের র্যাগিং ঠেকাতে করিমপুর আইটিআই-এ আয়োজিত হল অ্যান্টি র্যাগিং অ্যাওয়ারনেস ক্যাম্প
নদিয়া: র্যাগিং শব্দটি শুনলেই বুক যেন কেঁপে ওঠে। বিশেষত বগুলার ছোট ছেলেটি রাজ্যের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে যেভাবে অকালে চলে গেল তারপর নদিয়াবাসীর মনে এই নিয়ে ভয় তৈরি হওয়াটাই স্বাভাবিক। অথচ আড়ালে আবডালে এই অভ্যেস চোরাগোপতা ভাবে চলছেই। অনেকে মনে করেন এ ক্ষমতারই খেলা। যে আমার চেয়ে দুর্বল তার উপর নির্যাতন করে অনেকে মজা পায়। তবে র্যাগিং-এর এই কু-অভ্যাস সমাজের সর্বত্র ছড়িয়ে আছে। সেটাই ছাপ ফেলছে শিক্ষাঙ্গনের ভিতরেও। সেই পরিস্থিতি বদলাতে এবার উদ্যোগী হল করিমপুরের আইটিআই।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছোট ছেলেটির মৃত্যুর পর এই র্যাগিং ঠেকাতে আরও তৎপর হয়ে উঠেছে প্রশাসন থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সকলেই। শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে র্যাগিং-এর অভ্যাস চালিয়ে যাওয়া নিয়ে বরাবরই আশঙ্কা প্রকাশ করেছেন চিন্তাশীল মানুষেরা। র্যাগিং আটকাতে বারবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টও। আর সেই লক্ষ্যেই বৃহস্পতিবার করিমপুর-১ গভর্নমেন্ট আইটিআই-এর পক্ষ থেকে একটি অ্যান্টি র্যাগিং অ্যাওয়ারনেস ক্যাম্পের আয়োজন করা হল। সেখানে অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করা হয় এবং র্যাগিং-এর ভয়াবহতা বা ক্ষতিকর প্রভাব সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করা হয়।
advertisement
advertisement
এই সভায় উপস্থিত ছিলেন করিমপুর-১ গভর্নমেন্ট আইটিআই-এর অধ্যক্ষ, করিমপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ সিকান্দর আলম সহ পুলিশ প্রশাসন থেকে আরও ব্যাক্তিবর্গ। বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ও অবিভাবকেরাও হাজির ছিলেন।
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2023 3:00 PM IST