Nadia News: দুঃখের দিন ঘুচতে চলেছে তাঁতিদের, পেতে পারেন একাধিক সরকারি প্রকল্পের সুবিধা

Last Updated:

হস্তচালিত তাঁত শিল্পীদের সমস্যা সমাধানের জন্য তাঁদের পাশে এসে দাঁড়াল শাসকদলের শ্রমিক সংগঠন

+
title=

নদিয়া: সারা বাংলা তৃণমূল তাঁত শ্রমিক ইউনিয়নের জেলার পক্ষ থেকে প্রায় ৮০ হাজারেরও বেশি তাঁত শ্রমিকের তথ্য সংগ্রহ করে সেই ফর্ম জমা দেওয়া হল শান্তিপুর হ্যান্ডলুম অফিসে। উল্লেখ্য গত ১৬ ডিসেম্বর নদিয়ার শান্তিপুরে সারা বাংলা তাঁত শ্রমিক সম্মেলন সংগঠিত করা হয়। এরপরই সেই সম্মেলন থেকে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সমস্ত হ্যান্ডলুম তাঁতিদের তথ্য সংগ্রহ করার। এর পরই গত ফেব্রুয়ারি মাসে শান্তিপুর তন্তুজ দফতর থেকে একটি ফর্ম দেওয়া হয় তাঁতিদের। সেই ফর্মে তাঁতিদের যাবতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নম্বর ইত্যাদি তথ্য সংগ্রহ করা হয়। এদিন ৮০ হাজারেরও বেশি তাঁত শ্রমিকদের ফর্ম জমা করা হল শান্তিপুর হ্যান্ডলুম অফিসে।
মূলত বাংলার হস্তচালিত তাঁত শিল্পীদের এই তথ্য সংগ্রহ করার পর তাঁদের রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধার আওতায় আনা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ তাঁত শ্রমিক ইউনিয়নের নেতা সনৎ চক্রবর্তী। এদিন জেলা আইএনটিটিউসি’র সভাপতি সনৎ চক্রবর্তীর নেতৃত্বে সরকারি অফিসে এই তথ্য জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন শান্তিপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শ্রমিক ইউনিয়নের জেলা নেতৃত্ব অরুণ বসাক, শান্তিপুর শহর আইনটিটিউসি নেতৃত্ব সমীরণ সাহা সহ শ্রমিক সংগঠনের বিভিন্ন কর্মীবৃন্দ।
advertisement
advertisement
এই পদক্ষেপের ফলে সরাসরি তন্তুজের মাধ্যমে সুতো পৌঁছনোর ব্যবস্থা করা হবে হ্যান্ডলুম তাঁতিদের কাছে। তাঁতিদের তৈরি কাপড় বিক্রির জন্য সরকার নিয়ে নিতে পারে বলেও সূত্রের খবর। এছাড়াও চালু করা হয়েছে একটি অনলাইন পোর্টাল। সেখানে হস্তচালিত তাঁত শিল্পীদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। সব মিলিয়ে শান্তিপুর এলাকার ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে সেখানকার হস্তচালিত তাঁত শিল্পীদের সম্বন্ধে যাবতীয় তথ্য সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: দুঃখের দিন ঘুচতে চলেছে তাঁতিদের, পেতে পারেন একাধিক সরকারি প্রকল্পের সুবিধা
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement