North 24 Parganas News: বরাত বাড়লেও টানা বৃষ্টিতে নাজেহাল প্রতিমা শিল্পীরা

Last Updated:

বরাত বাড়ায় মুখে ফুটেছিল হাসি, কিন্তু টানা বৃষ্টিতে মাথায় হাত প্রতিমা শিল্পীদের

+
title=

উত্তর ২৪ পরগনা: প্রতিমা গড়ার বরাত বাড়লেও বৃষ্টিতে সমস্যায় পড়েছেন শিল্পীরা। আর কয়েকদিন পরেই প্রতিক্ষার অবসান। দুর্গাপুজো শুরু হতে আর একমাস বাকি। এরইমধ্যে আছে বিশ্বকর্মা ও গণেশ পুজো। সব মিলিয়ে বাঙালির উৎসবের মরশুম শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু টানা বৃষ্টি হওয়ার কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রতিমা শিল্পীদের। কীভাবে সময়ের মধ্যে অর্ডার শেষ করবেন তা ভেবে পাচ্ছেন না।
হাওয়ায় ইতিমধ্যে মাথা দোলাতে শুরু করেছে কাশফুল। বাংলার গ্রামে গঞ্জে শিশির ভেজা ভোরে রয়েছে শিউলির গন্ধ। এমন পরিস্থিতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন বসিরহাটের হাসনাবাদের কুমোরপাড়ার প্রতিমা শিল্পীরা। তবে সবকিছুই আবহাওয়ার খামখেয়ালিপনায় কিছুটা যেন অনিশ্চিত হয়ে পড়েছে।
advertisement
অনান্য বছরের তুলনায় এবছর প্রতিমার বরাত বেশি পেয়েছেন এখানকার প্রতিমা শিল্পীরা। কিন্তু রোদ-বৃষ্টির খামখেয়ালিপনায় প্রতিমা শুকোতে পারছেন না। এই পরিস্থিতিতে রীতিমতো সমস্যার মধ্যে পড়েছেন শিল্পীরা। অগত্যা পলিথিন দিয়ে ঢেকে কোনপ্রকারে কাজ সারছেন৷ পাশাপাশি বৃষ্টির জন্য মাটি ভিজে থাকার কারণে রঙও করতে পারছেন না। সব মিলিয়ে প্রতিমা গড়ার বরাত বাড়লেও রোদ-বৃষ্টির খেলায় সমস্যায় পড়েছেন শিল্পীরা।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: বরাত বাড়লেও টানা বৃষ্টিতে নাজেহাল প্রতিমা শিল্পীরা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement