West Bardhaman News: প্রথম হেভি ইভি-এর ট্রায়াল শুরু রাজ্যে

Last Updated:

এই প্রথম হেভি ইলেকট্রিক্যাল ভেহিকেলের ট্রায়াল শুরু হল পশ্চিমবঙ্গে

+
title=

পশ্চিম বর্ধমান: অন্য রাজ্যে চলাচল শুরু হয়েছে। তবে এরাজ্যে প্রথম শুরু হল ইলেকট্রিক হেভি ভেহিকেলস বা ইলেকট্রিক পণ্যবাহী যানের চলাচল। গাড়িটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব, এমনটাই দাবি নির্মাণকারী সংস্থার। এই ট্রাকের মাল বহন ক্ষমতা পঞ্চান্ন টন। হাইওয়েতে পণ্য পরিবহণের ক্ষেত্রে ডিজেল বা পেট্রল পণ্যবাহী ট্রান্সপোর্টের বিকল্প হিসেবে ব্যবহার করা হবে এই ট্রাক। ভারত স্টেজ সিক্স-এর গাইডলাইন মেনে সম্পূর্ণ দূষনহীন এই মালবাহী গাড়িটি তৈরি করা হয়েছে। যার ট্রায়াল রান শুরু হল দুর্গাপুর ড্রাই ডকে।
দুর্গাপুর শুষ্ক বন্দর থেকে শুরু হয়েছে এই ইলেকট্রিক হেভি ভেহিকেলের ট্রায়াল। উল্লেখ্য, পূর্ব ভারতের অন্যতম ড্রাই ডক এটি। এই বন্দর থেকে দেশ-বিদেশে পণ্য রফতানি হয়ে থাকে। সেখানেই এবার পণ্য পরিবহণের জন্য ব্যবহার করা হবে হেভি ইলেকট্রিক ভেহিকেল। নির্মাতা সংস্থার দাবি, ভারী পণ্যবাহী এই ইলেকট্রিক ট্রাকটি একশো শতাংশ চার্য হতে সময় লাগে খুই কম। মাত্র এক ঘণ্টায় ফুল চার্জ হয়ে যায়।
advertisement
advertisement
সংস্থা সূত্রে খবর, একবার গাড়িটি চার্জ করলে ১৬০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। দুর্গাপুর শুষ্ক বন্দর থেকে এই ট্রাকটি ট্রায়াল রানে যাবে কলকাতা বন্দরে। সেখানে ঠিক করা হবে এই ইলেক্ট্রিক হেভি ভেহিকেলের জন্য কোথায় চার্জিং স্টেশন তৈরি করা হবে। যেহেতু দেশেজুড়ে সর্বত্র চার্জিং পয়েন্ট লাগানোর ব্যবস্থা গড়ে উঠছে, তাই ইলেকট্রিক হেভি ইভি’র চাহিদা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। আর ভারী পণ্য নিয়ে এই পণ্যবাহী ট্রাকটি একটি নির্দিষ্ট দূরত্বে মাল নিয়ে যাতায়াতের ক্ষেত্রে বছরে প্রায় ১২ লক্ষ টাকা সাশ্রয় করবে।
advertisement
তবে এই সব কিছুকে ছাড়িয়ে যে বাণিজ্যিক বিষয়টি মূলভাবে উঠে আসছে তা হল রাজ্য বা আন্তরাজ্য সড়ক পরিবহণ ক্ষেত্রে পারমিট ট্যাক্স। ডিজেল বা পেট্রল গাড়ির জন্য যে সড়ক পরিবহণ পারমিট ট্যাক্স দিতে হয়, এই ভারী পণ্যবাহী ইলেকট্রিক গাড়িটির ক্ষেত্রে কোনও পারমিট ট্যাক্স লাগবে না। এক কথায় পারমিট ফ্রি গাড়ি হিসেবে এটি ইতিমধ্যেই গ্রহণযোগ্য হয়ে উঠছে বাণিজ্যিক মহলে। সংস্থা সূত্রে খবর, দূষণহীন গাড়িটির দাম প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকা।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: প্রথম হেভি ইভি-এর ট্রায়াল শুরু রাজ্যে
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement