পৌষ মাসের শেষ দিনে মকর সংক্রান্তি তিথিতে মোক্ষ লাভের আশায় সাগর সঙ্গমে ভিড় জমায় লক্ষ লক্ষ মানুষ। গঙ্গাসাগরে ১ নম্বর ঘাটের কিছুটা দূরে গেলে দেখা পাওয়া যাবে নীল টি-শার্ট পরে কয়েকজন মানুষ ছোট্ট একটি তাঁবু তৈরি করে। ছোট্ট একটি ডিভাইসের মাধ্যমে সাংকেতিক ভাষায় কথা বলছে। প্রথমে আপনার ভাষা গুলি শুনে মনে হবে এই মানুষগুলো হয়তো ভিন্নগ্রহের মানুষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।কিন্তু তা নয় এরা হল "হ্যাম রেডিও"।
advertisement
আরও পড়ুন: 'আমরা আর কোনও রাস্তা পাইনি', মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানি নিয়ে উত্তাল রাজধানী!
অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে রেডিও তরঙ্গের মাধ্যমে দেশে বিদেশের বিভিন্ন রেডিও স্টেশন গুলির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সাধন করে সাগরদ্বীপ সম্পর্কে ও গঙ্গাসাগর মেলার বিভিন্ন তথ্য পৌঁছে দিচ্ছে। বিশ্বের দরবারে গঙ্গাসাগর মেলাকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এরা ছুটে চলেছে। রেডিও তরঙ্গের মাধ্যমে গঙ্গাসাগর মেলাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরছে হ্যাম রেডিও। এক নম্বর বিচের কাছে একটি জায়গায় তারা তাঁবু ফেলেছে। রেডিও তরঙ্গের সাহায্যে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে সাগরদ্বীপ ও মেলার বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে।
সুমন সাহা