Indian Wrestlers: 'আমরা আর কোনও রাস্তা পাইনি', মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানি নিয়ে উত্তাল রাজধানী!
- Published by:Suman Biswas
- Written by:Rajib Chakraborty
Last Updated:
Indian Wrestlers: বিজেপি নেতার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত লজ্জার বলে মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি : মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানি নিয়ে উত্তাল রাজধানী নয়াদিল্লি। বিজেপি সাংসদ এবং সর্ব ভারতীয় কুস্তি ফেডারেশন সভাপতি ব্রিজভুষণ শরণ সিং এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। দিল্লির যন্তর মন্তর চত্বরে চলছে ধরনা বিক্ষোভ। বিজেপি সাংসদদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সরব তৃণমূল নেতৃত্ব। বিজেপি নেতার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত লজ্জার বলে মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।
তিনি বলেছেন, "প্রধানমন্ত্রী বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও এবং খেলো ইন্ডিয়া খেলো। অথচ যন্তরমন্তরে প্রতিবাদ করছেন আমাদের গৌরব, স্বর্ণপকপ্রাপ্ত কুস্তিগীররা। দিনেশ ফোগত, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা প্রতিবাদ করছেন কুস্তি ফেডারেশন প্রধান এবং বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরম সিং এর বিরুদ্ধে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর তীব্র নিন্দা করছে এবং প্রতিবাদ জানাচ্ছে।" একাধিক কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট। তিনি বলেছেন, "কোচরা মহিলাদের যৌন হয়রানি করছেন। ফেডারেশনের কিছু প্রিয় কোচ মহিলা কুস্তিগীরদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তারা মেয়েদের যৌন হয়রানি করেন। WFI সভাপতি অনেক মেয়েকে যৌন হয়রানি করেছেন।"
advertisement
advertisement
ভিনেশ ফোগাট আরও বলেন, "ওরা (ইউনিয়ন) আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে এবং আমাদের বিভিন্নভাবে হয়রানি করে। ওরা আমাদের শোষণ করছে। আমরা যখন অলিম্পিকে গিয়েছিলাম তখন আমাদের ফিজিও বা কোচ ছিল না। যন্তর মন্তরে সব কুস্তিগীররা আজ প্রতিবাদ করছে। আমরা প্রতিবাদ করছি বলে হুমকি দেওয়া হচ্ছে।"
advertisement
ভিনেশ ফোগাট বলেন, "আমরা আর কোনও রাস্তা পাইনি। তাই এখানে ধর্নায় বসেছি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম, তার পরেই আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। সবারই সমস্যা হচ্ছে।"
ধর্নায় বসে থাকা খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে যন্তর মন্তরে পৌঁছেছেন ভারতীয় রেসলিং ফেডারেশনের আধিকারিকরা। বজরং পুনিয়া বলেন, বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। কার সঙ্গে তাঁর সমস্যা ছিল জানতে চাইলে তিনি বলেন, ফেডারেশন আমাদের সবার জন্য সমস্যা তৈরি করছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 19, 2023 9:17 AM IST