Madhyamik 2023 : পরীক্ষার দিনই উপনির্বাচন, পরিবর্তন হতে পারে এ বছরের মাধ্যমিকের সময়সূচির

Last Updated:

Madhyamik 2023 : এ বছর মাধ্যমিকের সূচি পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। জানা গিয়েছে পর্ষদ সূত্রে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মধ্যশিক্ষা পর্ষদ।

 আগামী ২৭ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে
আগামী ২৭ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে
কলকাতা : মাধ্যমিক পরীক্ষার দিনই পড়েছে উপনির্বাচন। ফলে এ বছর মাধ্যমিকের সূচি পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। জানা গিয়েছে পর্ষদ সূত্রে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে মধ্যশিক্ষা পর্ষদ।
প্রসঙ্গত এ বছর আগামী ২৭ ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে। কিন্তু ওই একই দিনে সাগরদিঘী কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ফলত নির্বাচনের দিন ঘোষণা হওয়ায় মাধ্যমিকে ইতিহাস পরীক্ষা কীভাবে সম্ভব তা নিয়ে উদ্বেগে পর্ষদের আধিকারিকরা। পাশাপাশি নির্বাচনের দিন ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে যান সাগরদিঘী অঞ্চলের অসংখ্য পড়ুয়া এবং তাঁদের অভিভাবকরা।
advertisement
আরও পড়ুন :  ফ্যাশন ডিজাইনিং ছেড়ে পাইস হোটেলে, অফিসপাড়ার ফুটপাতের সপ্রতিভ নন্দিনী এখন ভাইরাল
এই অবস্থায় পর্ষদ সূত্রে জানানো হয়েছে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হবে। তাছাড়া সামগ্রিক পরিস্থিতির পর্যালোচনা করে এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madhyamik 2023 : পরীক্ষার দিনই উপনির্বাচন, পরিবর্তন হতে পারে এ বছরের মাধ্যমিকের সময়সূচির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement