Nandini Ganguly of Pice Hotel: ফ্যাশন ডিজাইনিং ছেড়ে পাইস হোটেলে, অফিসপাড়ার ফুটপাতের সপ্রতিভ নন্দিনী এখন ভাইরাল
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Nandini Ganguly of Pice Hotel: ফ্যাশন ডিজাইনিংয়ের এই ছাত্রী আজ দক্ষ হাতে সামলাচ্ছেন পাইস হোটেল। তার জন্য কোনও গ্লানি বা আক্ষেপ নেই। সংসারের প্রয়োজনে কাজ করতে পেরেই খুশি তিনি।
কলকাতা : যে হাত ফ্যাশন ডিজাইনিংয়ের কাটিং রপ্ত করে, সেই হাত জমিয়ে মাংসও কষাতে পারে। সম্পূর্ণ বিপরীত মেরুর দুই কাজকে নিজের অনায়াস বিচরণক্ষেত্র করেছেন নন্দিনী গঙ্গোপাধ্যায়। ফ্যাশন ডিজাইনিংয়ের এই ছাত্রী আজ দক্ষ হাতে সামলাচ্ছেন পাইস হোটেল। তার জন্য কোনও গ্লানি বা আক্ষেপ নেই। সংসারের প্রয়োজনে কাজ করতে পেরেই খুশি তিনি।
ডালহৌসি স্কোয়্যারের পাইস হোটেলের এই মালকিন এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। তাঁকে নিয়ে পোস্ট শেয়ার করেছেন কলকাতার অজস্র ফুড ব্লগার। ব্যস্ত হাতে গরম ভাত, মুগের ডাল, তরকারি, ভাজা, মাছের ঝোল, মাংস কষা পরিবেশন করতে করতে তিনি কথা বলেছেন ব্লগারদের সঙ্গে। জানিয়েছেন, বাঙালের হাতে বাঙালদের রান্না খেতে আসতেই হবে তাঁর দোকানে।
ডালহৌসির সাবেক অফিসপাড়ায় সারি সারি খাবারের দোকান। তবে অন্য পাইস হোটেলের কর্ত্রীর সঙ্গে নন্দিনীর চেহারার বিন্দুমাত্র মিল নেই। পরনে ছাপা শাড়ি নয়। বরং সপ্রতিভ তন্বী নন্দিনীর অঙ্গে থাকে আধুনিক পোশাক। ঝকঝকে ভঙ্গিমায় কথা বলেন, আবার দোকানও সামলান।
advertisement
advertisement
আরও পড়ুন : কয়েক টুকরোতে খণ্ডিত বিমান তিনটি পণ্যবাহী গাড়িতে পাড়ি দিল কলকাতা থেকে ভুবনেশ্বর
লকডাউন পর্বে মায়ের অসুস্থতায় কলকাতায় ফিরে আসেন নন্দিনী। পরবর্তীতে হাল ধরেন বাবার দোকানের। তাঁর বাবা চক্রধারী গঙ্গোপাধ্যায়ের এক সময় ছোট্ট রাবারের ব্যবসা ছিল। লকডাউনে বন্ধ হয়ে যায় সেই ব্যবসা। তার পর তিনি পাইস হোটেল শুরু করেন। এখন নন্দিনী ভাইরাল হয়ে যাওয়ায় একলাফে বেড়ে গিয়েছে দোকানের জনপ্রিয়তা ও প্রচার। তাঁদের আধুনিক শিক্ষিতা মেয়ে ফুটপাতে দাঁড়িয়ে রান্না করবে-এই দৃশ্যে আহত হননি চক্রধারী এবং তাঁর স্ত্রী বীণা। বরং, তাঁরা গর্বিত তাঁদের বড় মেয়েকে নিয়ে।
advertisement
আরও পড়ুন : যমজ সন্তানের জন্ম দিলেন তরুণী, যাদের বাবা আলাদা
হিন্দি ও ইংরেজিতে সাবলীল পাইস হোটেল সামলান সকাল আটটা থেকে দুপুর তিনটে পর্যন্ত। পাশাপাশি কথা বলতে হয় ভিড় করে থাকা ইউটিউবারদের সঙ্গে। তাঁরা সকলেই নন্দিনীর সঙ্গে কথা বলে তাঁকে লেন্সবন্দি করতে চান। ভাইরাল হয়ে গিয়ে ভালই লাগছে নন্দিনীর। তবে জানালেন, দায়িত্বও বেড়ে গেল অনেকটাই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2023 10:14 PM IST









