Biju Patnaik's Dakota Plane: কয়েক টুকরোতে খণ্ডিত বিমান তিনটি পণ্যবাহী গাড়িতে পাড়ি দিল কলকাতা থেকে ভুবনেশ্বর
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Biju Patnaik's Dakota Plane: ডাকোটার যাত্রা দেখতে কলকাতা থেকে ভুবনেশ্বর যাওযার হাইওয়েতে ভিড় করেছিলেন কয়েকশো কৌতূহলী মানুষ। তাঁরা এক ঝলক দেখতে চান বিমানের খণ্ড
ভুবনেশ্বর : ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বিজু পট্টনায়কের ডাকোটা বিমান কয়েক দশক ধরে পরিত্যক্ত হয়ে পড়ে ছিল কলকাতা বিমানবন্দরে। অবশেষে সেটি গেল ওড়িশায়। ডাকোটা বিমানটিকে কয়েক টুকরোতে বিচ্ছিন্ন করে তিনটি লরিতে করে নিয়ে যাওয়া হল কলকাতা থেকে ভুবনেশ্বর। ডাকোটার যাত্রা দেখতে কলকাতা থেকে ভুবনেশ্বর যাওযার হাইওয়েতে ভিড় করেছিলেন কয়েকশো কৌতূহলী মানুষ। তাঁরা এক ঝলক দেখতে চান বিমানের খণ্ড।
তিনটি পণ্যবাহী গাড়িতে বিমানখণ্ড বুধবার ভোরে বাংলা ওড়িশা সীমানায় লক্ষ্মণনাথ পেরিয়ে প্রবেশ করে জলেশ্বরে। তার পর বিকেলে পৌঁছয় ভুবনেশ্বরে। Dakota (DC-3) VT-AUI এয়ারক্র্যাফ্টের অংশগুলি ফের জোড়া লাগানো হবে। তার পর ভুবনেশ্বরে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ জায়গায় সাজানো থাকবে। ৮ টন ওজনের এই এয়ারক্র্যাফ্টের দৈর্ঘ্য ৬৪ ফিট ৮ ইঞ্চি।
আরও পড়ুন : পাত্রী পাকিস্তানি পাঠান, আবার বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম, এনআইএ-কে জানালেন তাঁর ভাগ্নে
ওড়িশা সরকার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে। তাঁরাই বিমানের খণ্ডগুলিকে ফের জোড়া লাগানোর পর্ব দেখবেন। নতুন রূপে বিমানটিকে রাখার জন্য ১.১ একর জায়গা বরাদ্দ করা হয়েছে বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রয়াত বিজু পট্টনায়কের হাতে তৈরি হয়েছিল কলিঙ্গ এয়ারলাইন্স। উড়ান সংস্থার প্রধান কার্যালয় ছিল কলকাতায়। এই সংস্থার অধীন প্রায় এক ডজন ডাকোটা বিমান চলাচল করত।
advertisement
advertisement
আরও পড়ুন : সংসার ছেড়ে সন্ন্যাসজীবনে পা রাখল সুরাতের ধনকুবের হিরে ব্যবসায়ীর ৯ বছরের মেয়ে
বিজু পট্টনায়ক ব্যক্তিগতভাবে ডাকোটা বিমান পছন্দ করতেন। ইন্দোনেশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী সুতান জাহরিরকে উদ্ধার করার জন্য ১৯৪৭ সালের এপ্রিলে ডাকোটা বিমানই ব্যবহার করেছিলেন বিজু পট্টনায়ক৷ ইন্দোনেশিয়ার সরকার দুবার বিজু পট্টনায়ককে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান 'ভূমিপুত্র'-এ ভূষিত করেছিল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2023 7:56 PM IST







