Dawood Ibrahim Remarriage: পাত্রী পাকিস্তানি পাঠান, আবার বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম, এনআইএ-কে জানালেন তাঁর ভাগ্নে

Last Updated:

Dawood Ibrahim Remarriage: মেইজাবিনের সঙ্গে গত বছর জুলাই মাসে দুবাইয়ে সাক্ষাৎ হয় আলিশাহের৷ তখনই তিনি তাঁর মামার দ্বিতীয় বিয়ের কথা জানতে পারেন

দাউদ ইব্রাহিম
দাউদ ইব্রাহিম
নয়াদিল্লি : চাঞ্চল্যকর দাবি করলেন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের ছেলে আলিশাহ৷ জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-এর কাছে তিনি জানালেন তাঁর মামা দাউদ ইব্রাহিম আবার বিয়ে করেছেন৷ আলিশাহ জানিয়েছেন পাকিস্তানি পাঠান মহিলাকে বিয়ে করেছেন তাঁর মামা৷ যদিও তাঁর প্রথম স্ত্রী মেইজাবিন বর্তমান৷ তাঁর সঙ্গে দাউদের এখনও বিচ্ছেদ হয়নি৷ শুধু তাই নয়৷ দাউদ এখন আছেন পাকিস্তানেই, জানালেন তাঁর ভাগ্নে আলিশাহ৷ গত বছর সেপ্টেম্বরে জাতীয় তদন্ত সংস্থাকে প্রয়াত হাসিনা পার্কারের ছেলে আলিশাহ জানিয়েছেন পাকিস্তানের করাচিতে আবদুল্লা গাজী বাবা দরগার কাছে দাউদ আছেন৷
মেইজাবিনের সঙ্গে গত বছর জুলাই মাসে দুবাইয়ে সাক্ষাৎ হয় আলিশাহের৷ তখনই তিনি তাঁর মামার দ্বিতীয় বিয়ের কথা জানতে পারেন৷ তবে মামা দাউন নাকি কারওর সঙ্গে যোগাযোগ রাখেন বলেই দাবি হাসিনাপুত্রের৷ অবশ্য পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ রাখেন দাউদের প্রথম পক্ষের স্ত্রী মেইজাবিন৷ আলিশাহের কাছ থেকে এ তথ্যও পেয়েছে সংস্থা৷ প্রসঙ্গত এনআইএ-এর কাছে খবর আছে যে ভারতের বড় শহরগুলিতে হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছেন দাউদ ইব্রাহিম৷ তার তদন্ত প্রক্রিয়াতেই রেকর্ড করা হয় আলিশাহ পার্কারের বয়ান৷ তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দাউদ ইব্রাহিমরা ৫ ভাই এবং ৪ বোন৷
advertisement
advertisement
আরও পড়ুন :  আগুনে ঢেকে গেল স্ক্রিন, নেপালে বিমান দুর্ঘটনার আগে কে করছিলেন ফেসবুক লাইভ, জানুন পরিচয়
এইআইএ-এর কাছে যে তথ্য আছে সেটা অনুযায়ী দাউদ ইব্রাহিম এবং তাঁর প্রথম স্ত্রী মেইজাবিনের তিন মেয়ে৷ বড় মেয়ে মারুখের বিয়ে হয়েছে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের ছেলে জুনেইদের সঙ্গে৷ মেজো মেয়ের নাম মেহরিন এবং সবথেকে ছোট মেয়ে হলেন মাজিয়া৷ ছেলের নাম মোহিন নওয়াজ৷ গোয়েন্দাদের কাছে থাকা তথ্যে প্রকাশ, দাউদ যদিও দেখান প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে, কিন্তু তা সত্য নয়৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Dawood Ibrahim Remarriage: পাত্রী পাকিস্তানি পাঠান, আবার বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম, এনআইএ-কে জানালেন তাঁর ভাগ্নে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement