Pakistan Food Crisis:১ বস্তা আটা ৩০০০ পাক রুপি! খাদ্যসঙ্কটে বিপর্যস্ত পাকিস্তানে গমের বস্তা ভর্তি ট্রাকের পিছনে বাইকবাহিনীর দৌড়

Last Updated:

Pakistan Food Crisis: পাকিস্তানের মানুষ গম বহনকারী একটি ট্রাককে তাড়া করেছেন৷ এক বস্তা গমের দানার জন্য

Photo Courtesy: Social Media
Photo Courtesy: Social Media
ইসলামাবাদ : আর্থিক পরিস্থিতির জটিলতা এবং খাদ্য সঙ্কটে বেহাল পাকিস্তান৷ সম্প্রতি সেই দেশের একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে একদল যুবক মোটর সাইকেলে একটি পণ্যবাহী ট্রাককে তাড়া করেছেন৷ জানা গিয়েছে ওই ট্রাকে গম ছিল৷ খাবারের হাহাকার থামাতে ট্রাকের পিছনেই ছুটছে বাইকবাহিনী৷ ন্যাশনাল ইক্যুয়ালিটি পার্টি জেকেজিবিএল-এর চেয়ারম্যান প্রোফেসর সজ্জাদ রাজা ভিডিওটি ট্যুইট করেছেন৷ লিখেছেন এটা কোনও মোটর সাইকেলের মিছিল নয়৷ পাকিস্তানের মানুষ গম বহনকারী একটি ট্রাককে তাড়া করেছেন৷ এক বস্তা গমের দানার জন্য৷
ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে ট্রাকটি থামতেই ঝাঁপিয়ে পড়েন বাইক আরোহীরা৷ তাঁদের হাতে টাকার তাড়া৷ এক দম্পতি এক বস্তা গম যোগাড় করতে পারেন ঠিকই৷ কিন্তু সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ধরেন বাকিরা৷ প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে ভয়াবহতম খাদ্যসঙ্কটের মুখোমুখি পাকিস্তান৷ স্থানীয় সংবাদনমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে পাকিস্তানের বিভিন্ন অংশে গমের তীব্র অভাব৷ বালোচিস্তান, সিন্ধ এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে গমের দাম গত কয়েক সপ্তাহ ধরে আকাশছোঁয়া৷ পাকিস্তানি মুদ্রায় এক বস্তা আটা বিক্রি হয়েছে ৩০০০ পাক রুপিতে৷
advertisement
advertisement
advertisement
খবরে প্রকাশ, খাবারের এতই অভাব, পাক অধিকৃত কাশ্মীরে খাবার নিয়ে রীতিমতো মারামারি চলছে৷ পরিস্থিতির জন্য স্থানীয় বাসিন্দারা দায়ী করেছেন সরকারকেই৷ সরকারের ভর্তুকি দেওয়া গমের যোগান কার্যত বন্ধ হয়ে গিয়েছে৷ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের দামও বেড়েছে লাফিয়ে লাফিয়ে৷ খাইবার পাখতুনখোয়া প্রদেশে শনিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়৷ ভর্তুকিযুক্ত গমের বস্তা ভর্তি গাড়ি আটকে দেয় ক্ষিপ্ত জনতা৷ পাথর ছোড়া হয় চালকের উদ্দেশে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Food Crisis:১ বস্তা আটা ৩০০০ পাক রুপি! খাদ্যসঙ্কটে বিপর্যস্ত পাকিস্তানে গমের বস্তা ভর্তি ট্রাকের পিছনে বাইকবাহিনীর দৌড়
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement