Pakistan Food Crisis:১ বস্তা আটা ৩০০০ পাক রুপি! খাদ্যসঙ্কটে বিপর্যস্ত পাকিস্তানে গমের বস্তা ভর্তি ট্রাকের পিছনে বাইকবাহিনীর দৌড়

Last Updated:

Pakistan Food Crisis: পাকিস্তানের মানুষ গম বহনকারী একটি ট্রাককে তাড়া করেছেন৷ এক বস্তা গমের দানার জন্য

Photo Courtesy: Social Media
Photo Courtesy: Social Media
ইসলামাবাদ : আর্থিক পরিস্থিতির জটিলতা এবং খাদ্য সঙ্কটে বেহাল পাকিস্তান৷ সম্প্রতি সেই দেশের একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে একদল যুবক মোটর সাইকেলে একটি পণ্যবাহী ট্রাককে তাড়া করেছেন৷ জানা গিয়েছে ওই ট্রাকে গম ছিল৷ খাবারের হাহাকার থামাতে ট্রাকের পিছনেই ছুটছে বাইকবাহিনী৷ ন্যাশনাল ইক্যুয়ালিটি পার্টি জেকেজিবিএল-এর চেয়ারম্যান প্রোফেসর সজ্জাদ রাজা ভিডিওটি ট্যুইট করেছেন৷ লিখেছেন এটা কোনও মোটর সাইকেলের মিছিল নয়৷ পাকিস্তানের মানুষ গম বহনকারী একটি ট্রাককে তাড়া করেছেন৷ এক বস্তা গমের দানার জন্য৷
ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে ট্রাকটি থামতেই ঝাঁপিয়ে পড়েন বাইক আরোহীরা৷ তাঁদের হাতে টাকার তাড়া৷ এক দম্পতি এক বস্তা গম যোগাড় করতে পারেন ঠিকই৷ কিন্তু সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ধরেন বাকিরা৷ প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে ভয়াবহতম খাদ্যসঙ্কটের মুখোমুখি পাকিস্তান৷ স্থানীয় সংবাদনমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে পাকিস্তানের বিভিন্ন অংশে গমের তীব্র অভাব৷ বালোচিস্তান, সিন্ধ এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে গমের দাম গত কয়েক সপ্তাহ ধরে আকাশছোঁয়া৷ পাকিস্তানি মুদ্রায় এক বস্তা আটা বিক্রি হয়েছে ৩০০০ পাক রুপিতে৷
advertisement
advertisement
advertisement
খবরে প্রকাশ, খাবারের এতই অভাব, পাক অধিকৃত কাশ্মীরে খাবার নিয়ে রীতিমতো মারামারি চলছে৷ পরিস্থিতির জন্য স্থানীয় বাসিন্দারা দায়ী করেছেন সরকারকেই৷ সরকারের ভর্তুকি দেওয়া গমের যোগান কার্যত বন্ধ হয়ে গিয়েছে৷ অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের দামও বেড়েছে লাফিয়ে লাফিয়ে৷ খাইবার পাখতুনখোয়া প্রদেশে শনিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়৷ ভর্তুকিযুক্ত গমের বস্তা ভর্তি গাড়ি আটকে দেয় ক্ষিপ্ত জনতা৷ পাথর ছোড়া হয় চালকের উদ্দেশে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Food Crisis:১ বস্তা আটা ৩০০০ পাক রুপি! খাদ্যসঙ্কটে বিপর্যস্ত পাকিস্তানে গমের বস্তা ভর্তি ট্রাকের পিছনে বাইকবাহিনীর দৌড়
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement