Gujarat Diamond Merchant's Daughter: সংসার ছেড়ে সন্ন্যাসজীবনে পা রাখল সুরাতের ধনকুবের হিরে ব্যবসায়ীর ৯ বছরের মেয়ে
- Written by:Bangla Digital Desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Gujarat Diamond Merchant's Daughter: সাধ্বী জীবনে সদ্য পা রাখা ওই বালিকার নাম দেবাংশী। হিরে ব্যবসায়ী ধনেশ সাংভি এবং তাঁর স্ত্রী অমির বড় মেয়ে সে।
সুরাত : জাগতিক সব সুখ সাচ্ছ্বন্দ্যের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল সুরাতের এক ধনকুবের হিরে ব্যবসায়ীর ৯ বছরের কন্যা। বুধবার ওই বালিকা পা রাখল তার সন্ন্যাসজীবনের পথে। তার পরিবারের তরফের জানা গিয়েছে সুরাতের ভেসু এলাকায় জৈন সম্প্রদায়ের সাধু আচার্য বিজয় কীর্তিয়াশসুরী এবং কয়েকশো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তাঁর সন্ন্যাস গ্রহণ পর্ব। অনুষ্ঠানের সূত্রপাত হয়েছিল গত শনিবার।
সাধ্বী জীবনে সদ্য পা রাখা ওই বালিকার নাম দেবাংশী। হিরে ব্যবসায়ী ধনেশ সাংভি এবং তাঁর স্ত্রী অমির বড় মেয়ে সে। হিরের জগতে বিখ্যাত সাংভি অ্যান্ড সন্স তাদেরই পারিবারিক সংস্থা। তিন দশক ধরে এই সংস্থা সুরাত থেকে হিরে রফতানি ও হিরে পালিশের সঙ্গে যুক্ত। সাংভি দম্পতির ছোট মেয়ের বয়স ৪ বছর।
advertisement
আরও পড়ুন : পাউরুটির সঙ্গে মেয়োনিজ চাই-ই চাই? নিজেই নিজের চরম ক্ষতি করছেন
দেবাংশীর ধনী পরিবার যে সুখ স্বাচ্ছন্দ্য ও বিলাসিতা তাকে দিতে পারত, সে সবই এখন তাকে ত্যাগ করতে হবে। জানা গিয়েছে ছোট থেকেই আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট দেবাংশী। সন্ন্যাসগ্রহণের জন্য অন্যান্য সাধকদের সঙ্গে পায়ে হেঁটে ৭০০ কিমি পথ পাড়ি দিয়েছে সে। তাদের পারিবারিক বন্ধু নীরব শাহ জানিয়েছেন খাতায় কলমে সন্ন্যাস জীবনে পা রাখার অনেক আগে থেকেই কৃচ্ছ্ব্রসাধনকে আপন করে নিয়েছে দেবাংশী।
advertisement
advertisement
পাঁচটি ভাষায় দক্ষ এই বালিকা আরও ছোট থেকেই কঠোর ব্রহ্মচর্য পালন করছে। তার সন্ন্যাসগ্রহণের আগের দিন সুরাত শহরে এক শোভাযাত্রার আয়োজন করেন দেবাংশীর অনুরাগীরা। এমনকি, সুদূর বেলজিয়ামেও এরকমই এক শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রসঙ্গত বেলজিয়ামের সঙ্গে সুরাতের জৈন সম্প্রদায়ের হিরে ব্যবসায়ীদের অনেকেরই ঘনিষ্ঠ যোগাযোগ আছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2023 4:29 PM IST










