আরও পড়ুন Purulia News : মাঠ পাল্টাতে গিয়ে তৈরি হচ্ছে জটিলতা!
সপ্তাহের শেষ দিনগুলিতে কার্যত ভিড় এখানে উপচে পড়ে। বাইরে থেকে সেজন্য প্রচুর গাড়ি আসে এখানে। ফলে ট্রাফিক এর উপর চাপ আসে সপ্তাহের শেষ দিনগুলিতে। সেই বাড়তি ট্রাফিকের চাপ সামলাতে এই ট্রাফিক গার্ড কাজ করবে। সামনেই বড়দিন ও ১লা জানুয়ারি রয়েছে। তখন পর্যটকদের চাপ আরও বাড়তে চলেছে বকখালিতে।
advertisement
আরও পড়ুন Jalpaiguri News: জলপাইগুড়ির মালবাজারে মৌমাছির আক্রমণে হাসপাতালেই ভর্তি হতে হল ২ পড়ুয়াকে
সেজন্য এই ট্রাফিক গার্ডের উদ্বোধন করা হয়েছে। শুধুমাত্র ট্রাফিক গার্ড নয় এখানে অতিরিক্ত পুলিশর্মীও মোতায়েন থাকবে। এই পুলিশকর্মীরা বকখালিতে আগত পর্যটকদের উপর নজর রাখবে। ফলে বকখালির নিরপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। এই ট্রাফিক গার্ডে থাকা পুলিশকর্মীরা পর্যটকদের বিভিন্ন জরুরি প্রয়োজনে সহয়তাও করবে বলে জানা যাচ্ছে। এ নিয়ে আইজি পুলিশ প্রেসিডেন্সি রেঞ্জ তন্ময় রায় চৌধুরী জানান বকখালিত বাড়তে থাকা ট্রাফিকের চাপ কমাতে এই ট্রাফিক গার্ডটি খোলা হয়েছে। শুধুমাত্র ট্রাফিকের চাপ কমানোর কাজ নয়, এই ট্রাফিক গার্ডে থাকা পুলিশকর্মীরা পর্যটকবান্ধব পুলিশকর্মী হিসাবে কাজ করবে বলে জানিয়েছেন তিনি।
নবাব মল্লিক