ঘিয়াবতী একসময় শাখা নদী ছিল। পরে পলি জমতে জমতে খালে পরিণত হয়। যদিও এলাকায় এখনও নদী নামেই পরিচিত। এই খাল দিয়ে একসময় নৌকা চলাচল করত। অতীতের মানচিত্রে তা এখনও জ্বলজ্বল করে। নিকাশি ও চাষের জল সেচের জন্য ঘিয়াবতীর উপর নির্ভর করে কাকদ্বীপের মানুষ। কিন্তু সেই খাল মজে যেতে শুরু করায় অশনি সঙ্কেত দেখছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: লক্ষ্মীর ভাঁড় নিয়ে তৃণমূলের মিছিল
কাকদ্বীপের মানুষের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মজে যাচ্ছে ঘিয়াবতী। একাধিকবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। গোটা ঘটনায় প্রবল ক্ষুব্ধ দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বুধাখালি এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, প্রায় ৩০ বছর আগে শেষ এই খালটি সংস্কার করা হয়েছিল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঘিয়াবতীর চওড়া ও গভীরতা দুটোই কমে গিয়েছে। শুধু তাই নয় খালের বেশিরভাগ অংশ আবর্জনা ও কচুরিপানায় ভর্তি। এলাকার পাঁচটি বড় বড় গ্রামের নিকাশি ব্যবস্থা পুরোপুরি ঘিয়াবতীর উপর নির্ভর করে। সংস্কার না হলে বর্ষাকালে গোটা এলাকা ভেসে যেতে পারে বলে আশঙ্কা।
নবাব মল্লিক