WB Panchayat Election 2023: লক্ষ্মীর ভাঁড় নিয়ে তৃণমূলের মিছিল

Last Updated:

West Bengal Panchayat Election 2023 : লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্য পঞ্চায়েতে হাতিয়ার তৃণমূল প্রার্থীদের। আর তা তুলে ধরতে লক্ষ্মীর ভাঁড় নিয়ে অভিনব মিছিল মালদহে

+
title=

মালদহ: তৃণমূল প্রার্থীর ভোট প্রচারের হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে তুলে ধরেই পঞ্চায়েত নির্বাচনে ভোট চাইছেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থীর রবিনূর খাতুন ও সরিফুন নিসার।
পঞ্চায়েত নির্বাচনের প্রচারে মালদহের ইংরেজবাজারের যদুপুর-১ পঞ্চায়েতের জহুরাতলা, খাসপাড়া, মডেল কলোনি সহ একাধিক গ্রামের মহিলারা তৃণমূলের মহিলা প্রার্থীদের সমর্থনে লক্ষ্মীর ভাঁড় মাথায় ও কোলে নিয়ে মিছিল করেন। শতাধিক মহিলা এই মিছিলে অংশ নিয়েছিলেন।
advertisement
যদুপুর-১ পঞ্চায়েতের ১৩ নম্বর আসনে তৃণমূলের প্রার্থী রবিনূর খাতুন ও ১৪ নম্বর আসনে প্রার্থী হয়েছেন সরিফুন নিসার। তাঁদের সমর্থনেই এই অভিনব মিছিল বের হয়। এলাকার তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান প্রত্যেক বাড়ির মহিলারা পাচ্ছেন। এছাড়াও তৃণমূল সরকারের নেতৃত্বে প্রভূত উন্নয়ন হয়েছে এলাকার। তাই তাঁদেরকে বিরোধীরা ভয় পাচ্ছে। সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরতেই তাঁরা এই অভিনব মিছিল করেন।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
WB Panchayat Election 2023: লক্ষ্মীর ভাঁড় নিয়ে তৃণমূলের মিছিল
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement