WB Panchayat Election 2023: লক্ষ্মীর ভাঁড় নিয়ে তৃণমূলের মিছিল
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
West Bengal Panchayat Election 2023 : লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্য পঞ্চায়েতে হাতিয়ার তৃণমূল প্রার্থীদের। আর তা তুলে ধরতে লক্ষ্মীর ভাঁড় নিয়ে অভিনব মিছিল মালদহে
মালদহ: তৃণমূল প্রার্থীর ভোট প্রচারের হাতিয়ার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে তুলে ধরেই পঞ্চায়েত নির্বাচনে ভোট চাইছেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থীর রবিনূর খাতুন ও সরিফুন নিসার।
পঞ্চায়েত নির্বাচনের প্রচারে মালদহের ইংরেজবাজারের যদুপুর-১ পঞ্চায়েতের জহুরাতলা, খাসপাড়া, মডেল কলোনি সহ একাধিক গ্রামের মহিলারা তৃণমূলের মহিলা প্রার্থীদের সমর্থনে লক্ষ্মীর ভাঁড় মাথায় ও কোলে নিয়ে মিছিল করেন। শতাধিক মহিলা এই মিছিলে অংশ নিয়েছিলেন।
advertisement
যদুপুর-১ পঞ্চায়েতের ১৩ নম্বর আসনে তৃণমূলের প্রার্থী রবিনূর খাতুন ও ১৪ নম্বর আসনে প্রার্থী হয়েছেন সরিফুন নিসার। তাঁদের সমর্থনেই এই অভিনব মিছিল বের হয়। এলাকার তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান প্রত্যেক বাড়ির মহিলারা পাচ্ছেন। এছাড়াও তৃণমূল সরকারের নেতৃত্বে প্রভূত উন্নয়ন হয়েছে এলাকার। তাই তাঁদেরকে বিরোধীরা ভয় পাচ্ছে। সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরতেই তাঁরা এই অভিনব মিছিল করেন।
advertisement
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2023 8:23 PM IST