আজই গঙ্গাসাগর মেলায় অসুস্থ এক পুণ্যার্থীকে হেলিকপ্টারে কলকাতায় পাঠাল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। উত্তরপ্রদেশের বালিয়া জেলার কেউরাপুরমের বাসিন্দা সাইত্রিশ বছরের চন্দ্রাবতী ভার্মা গুরুতর অসুস্থ অবস্থায় সাগরমেলা হাসপাতালে ভর্তি ছিলেন।
কিন্তু বৃহস্পতিবার দুপুরে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কলকাতায় রেফার করার সিদ্ধান্ত নেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সিএমওএইচ জয়ন্ত সুকুল। তৎক্ষণাৎ তাঁকে হেলিকপ্টারে হাওড়ার ডুমুরজলায় পাঠানো হয়। হাওড়া থেকে অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হবে এমআর বাঙুর হাসপাতালে।
advertisement
আরও পড়ুন : ভাত, নুন আর দুধ হাত থেকে মাটিতে পড়লেই সংসারের ঘোর অমঙ্গল! জানুন এখনই
তাঁর পরিবারকেও খবর দেওয়া হয়েছে। জেলাশাসক সুমিত গুপ্তা জানান,‘ আমরা হাসপাতালে ভর্তি করার সমস্ত ব্যবস্থা রেখেছি। আলাদা বিভাগ খোলা আছে এমআর বাঙুরে। প্রথম এয়ার লিফটিং, এর পর প্রয়োজনে অন্যান্য অসুস্থ রোগীকে এয়ার লিফটিং করা হবে বলে খবর।
যদিও গুরুতর অসুস্থ রোগীদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। থাকছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। এছাড়াও সংক্রামক রুগীদের জন্য থাকছে ৬০ শয্যার আইসোলেশান ওয়ার্ড।
আরও পড়ুন : ফুলকপি খেলেই গ্যাসে পেট ফুলে ফেঁপে জয়ঢাক? জানুন এর কারণ ও সমস্যার সমাধান
এছাড়াও সংলগ্ন কাকদ্বীপ, ডায়মন্ডহারবার সহ একাধিক সুপার স্পেশালিটি হাসপাতালে সাগরমেলার তীর্থযাত্রীদের জন্য আলাদাভাবে শয্যা সংরক্ষণ করা থাকবে। এছাড়াও ডায়মন্ডহারবার থেকে মেলা গ্রাউন্ড পর্যন্ত রাস্তার পাশে একাধিক জায়গায় থাকবে ফার্স্ট এইড ব্যবস্থা। থাকছে এয়ার লিফ্টের সুবিধাও। সবমিলিয়ে এবার সাগর মেলায় থাকবে সুস্বাস্থ্য ব্যবস্থা।