ভাত, নুন আর দুধ হাত থেকে মাটিতে পড়লেই সংসারের ঘোর অমঙ্গল! জানুন এখনই

Last Updated:
Astrology Tips: নির্দিষ্ট ভিত্তি না থাকলেও বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। সেরকমই প্রচলিত রীতি হল খাবার নষ্ট করলে সংসারের অমঙ্গল হয়।
1/8
প্রচলিত এমন অনেক রীতি নীতি ও বিশ্বাস আছে, যা নিয়ে নির্দিষ্ট ভিত্তি না থাকলেও বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। সেরকমই প্রচলিত রীতি হল খাবার নষ্ট করলে সংসারের অমঙ্গল হয়।
প্রচলিত এমন অনেক রীতি নীতি ও বিশ্বাস আছে, যা নিয়ে নির্দিষ্ট ভিত্তি না থাকলেও বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। সেরকমই প্রচলিত রীতি হল খাবার নষ্ট করলে সংসারের অমঙ্গল হয়।
advertisement
2/8
অনেক সময়েই প্রবীণরা বলেন খাবার নষ্ট করা ঠিক নয়। এর সঙ্গে যেমন অপচয় ও সাশ্রয়ের প্রশ্ন জুড়ে থাকে। ঠিক তেমনই জ্যোতিষের প্রসঙ্গও এসে পড়ে।
অনেক সময়েই প্রবীণরা বলেন খাবার নষ্ট করা ঠিক নয়। এর সঙ্গে যেমন অপচয় ও সাশ্রয়ের প্রশ্ন জুড়ে থাকে। ঠিক তেমনই জ্যোতিষের প্রসঙ্গও এসে পড়ে।
advertisement
3/8
বাস্তুশাস্ত্র অনুযায়ী, হাত থেকে দুধ পড়ে গেলে সংসারের সুখ ও সমৃদ্ধি ব্যাহত হয়। সাংসারিক সমস্যা বৃদ্ধির পাশাপাশি দেখা দেয় অর্থনৈতিক সঙ্কট।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, হাত থেকে দুধ পড়ে গেলে সংসারের সুখ ও সমৃদ্ধি ব্যাহত হয়। সাংসারিক সমস্যা বৃদ্ধির পাশাপাশি দেখা দেয় অর্থনৈতিক সঙ্কট।
advertisement
4/8
ভাত বা অন্নর সঙ্গে জড়িয়ে আছে আমাদের জীবনধারণের প্রশ্ন। অন্নকে বলা হয় মা লক্ষ্মী। যা নাকি শ্রী ও সম্পদের প্রতীক। তাই অন্ন অপচয় অনুচিত।
ভাত বা অন্নর সঙ্গে জড়িয়ে আছে আমাদের জীবনধারণের প্রশ্ন। অন্নকে বলা হয় মা লক্ষ্মী। যা নাকি শ্রী ও সম্পদের প্রতীক। তাই অন্ন অপচয় অনুচিত।
advertisement
5/8
মাটিতে অন্ন পড়ে গেলেও তা অশুভ বলে ধরে নেওয়া হয়। খাওযার সময় তো বটেই। পরিবেশনের সময়ও সতর্ক থাকা দরকার। যাতে ভাত বা অন্ন পড়ে না যায় ভূমিতে।
মাটিতে অন্ন পড়ে গেলেও তা অশুভ বলে ধরে নেওয়া হয়। খাওযার সময় তো বটেই। পরিবেশনের সময়ও সতর্ক থাকা দরকার। যাতে ভাত বা অন্ন পড়ে না যায় ভূমিতে।
advertisement
6/8
অভুক্ত খাবার অনেকেই ফেলে দেন। সেটা না করে অভুক্ত খাবার পশুপ্রাণীদের খাইয়ে দেওয়া বা‍ঞ্ছনীয়।
অভুক্ত খাবার অনেকেই ফেলে দেন। সেটা না করে অভুক্ত খাবার পশুপ্রাণীদের খাইয়ে দেওয়া বা‍ঞ্ছনীয়।
advertisement
7/8
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, হাত থেকে নুন পড়ে যাওয়াও খুব অশুভ। তাহলে সংসারে আর্থিক সঙ্কট-সহ অন্যান্য সমস্যা দেখা দেয়।
জ্যোতিষশাস্ত্রে বলা হয়, হাত থেকে নুন পড়ে যাওয়াও খুব অশুভ। তাহলে সংসারে আর্থিক সঙ্কট-সহ অন্যান্য সমস্যা দেখা দেয়।
advertisement
8/8
Disclaimer: এখানে প্রচলিত রীতি নীতি আলোচনা করা হয়েছে। কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার কোনও উদ্দেশ্য নেই।
Disclaimer: এখানে প্রচলিত রীতি নীতি আলোচনা করা হয়েছে। কুসংস্কারকে প্রশ্রয় দেওয়ার কোনও উদ্দেশ্য নেই।
advertisement
advertisement
advertisement