গঙ্গাসাগরে ইতিমধ্যে স্নানের জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা। ৫ টি অস্থায়ী স্নানের ঘাটের পাশাপাশি ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের স্নানের ঘাট গুলি চিহ্নিতকরণ করার জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা। পাঁচটি ঘাটকে বিশেষ পশু-পাখির ছবি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। কোথাও ময়ূর, কোথাও হরিণ, কোথাও বা গরুর ছবি।
আরও পড়ুনঃ পর্যটকদের জন্য বিরাট সুখবর! মাঘের শুরুতেই তুষারপাত, দার্জিলিং-সিকিমের আবহাওয়ার বড় আপডেট
advertisement
৫ নম্বর স্থানের ঘাটটি চিহ্নিত করা হয়েছে গবাদি পশুর ছবি দিয়ে। অন্যদিকে তিন ও চার এই দুটি ঘাট চিহ্নিত করা হয়েছে পাখির ছবির মাধ্যমে, যাতে ভিন রাজ্য থেকে আসা পর্যটকেরা খুব সহজেই ঘাটগুলি চিনতে পারেন। ফলে খুব সহজেই পুণ্যার্থীরা বিশেষ সাংকেতিক চিহ্ন দেখে ঘাটগুলি চিহ্নিত করতে পারেন। রাজ্য সরকারের এই বিশেষ ব্যবস্থাপনায় খুশি তীর্থযাত্রীরা।
এক পুন্যার্থী বলেন, "সাধারণ মানুষের জন্য স্নানের জন্য পাঁচ নম্বর, চার নম্বর ও তিন নম্বর ঘাটগুলি। লাখ লাখ মানুষের ভিড়ে সেই ঘাট খুব সহজেই বুঝতে পারছি সাংকেতিক চিহ্ন দেখে।" এ বছর গঙ্গাসাগর মেলায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে এমনটাই মনে করেছে প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর। পুণ্যার্থীদের জন্য বিশেষ অস্থায়ী ছাউনির ব্যবস্থা রাখা হয়েছে।
এ বছর কুম্ভ মেলা না থাকায় গঙ্গাসাগর মেলায় ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমিয়েছেন বহু পুণ্যার্থী। গঙ্গাসাগর যেন মিনি ভারতবর্ষে পরিণত হয়েছে।
সুমন সাহা