Darjeeling Snowfall|| পর্যটকদের জন্য বিরাট সুখবর! মাঘের শুরুতেই তুষারপাত, দার্জিলিং-সিকিমের আবহাওয়ার বড় আপডেট

Last Updated:
Snowfall in Darjeeling: দার্জিলিংয়ের আকাশ একেবারে ঝকঝকে। নীল আকাশের বুকে দেখা মিলছে ঝকমকে কাঞ্চনজঙ্ঘার। একেবারেই বঞ্চিত হচ্ছেন না পর্যটকরা। আসলে এই রূপের টানেই তো দার্জিলিংয়ে বারংবার ছুটে আসা।
1/6
*শীত আসলেই ফুলে ঢাকা দার্জিলিং যেন আরও অপরূপ হয়ে ওঠে। দার্জিলিংয়ের তুষারপাতের আশায় মুখিয়ে থাকেন পর্যটকেরা। তুষারপাতের সম্ভাবনা একাধিকবার দেখা দিলেও এ বছর এখনও সেভাবে তুষারপাত হয়নি দার্জিলিংয়ে। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। প্রতীকী ছবি। 
*শীত আসলেই ফুলে ঢাকা দার্জিলিং যেন আরও অপরূপ হয়ে ওঠে। দার্জিলিংয়ের তুষারপাতের আশায় মুখিয়ে থাকেন পর্যটকেরা। তুষারপাতের সম্ভাবনা একাধিকবার দেখা দিলেও এ বছর এখনও সেভাবে তুষারপাত হয়নি দার্জিলিংয়ে। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। প্রতীকী ছবি। 
advertisement
2/6
*তবে দার্জিলিংয়ে তুষারপাতের সুখবর শুনিয়েছে আবহাওয়া দফতর। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পৌষ সংক্রান্তিতে দার্জিলিং পাহাড়ে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং সংলগ্ন উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। প্রতীকী ছবি। 
*তবে দার্জিলিংয়ে তুষারপাতের সুখবর শুনিয়েছে আবহাওয়া দফতর। সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার পৌষ সংক্রান্তিতে দার্জিলিং পাহাড়ে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং সংলগ্ন উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। প্রতীকী ছবি। 
advertisement
3/6
*সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দফতরের অধিকর্তা তথা আবহাওয়াবিদ গোপীনাথ রাহা জানিয়েছেন, উত্তর সিকিমে বর্তমানে তুষারপাত হচ্ছে। রবিবার রাতের দিকে দার্জিলিংয়ের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী সোমবার অথবা মঙ্গলবার দার্জিলিং সংলগ্ন উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। প্রতীকী ছবি। 
*সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দফতরের অধিকর্তা তথা আবহাওয়াবিদ গোপীনাথ রাহা জানিয়েছেন, উত্তর সিকিমে বর্তমানে তুষারপাত হচ্ছে। রবিবার রাতের দিকে দার্জিলিংয়ের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী সোমবার অথবা মঙ্গলবার দার্জিলিং সংলগ্ন উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। প্রতীকী ছবি। 
advertisement
4/6
*তুষারপাতের খবর শুনেই পর্যটকদের অনেকের মনই এখন পাহাড় পাহাড় করছে। দার্জিলিংয়ে তুষারপাত মানেই পর্যটকদের কাছে বাড়তি পাওনা। এ দিকে শীতে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা একাধিকবার দেখা দিয়েছিল। প্রতীকী ছবি। 
*তুষারপাতের খবর শুনেই পর্যটকদের অনেকের মনই এখন পাহাড় পাহাড় করছে। দার্জিলিংয়ে তুষারপাত মানেই পর্যটকদের কাছে বাড়তি পাওনা। এ দিকে শীতে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা একাধিকবার দেখা দিয়েছিল। প্রতীকী ছবি। 
advertisement
5/6
*তবে গত কয়েকদিন ধরেই দার্জিলিংয়ের আকাশ একেবারে ঝকঝকে। নীল আকাশের বুকে দেখা মিলছে ঝকমকে কাঞ্চনজঙ্ঘার। একেবারেই বঞ্চিত হচ্ছেন না পর্যটকরা। আসলে এই রূপের টানেই তো দার্জিলিংয়ে বারংবার ছুটে আসা। প্রতীকী ছবি। 
*তবে গত কয়েকদিন ধরেই দার্জিলিংয়ের আকাশ একেবারে ঝকঝকে। নীল আকাশের বুকে দেখা মিলছে ঝকমকে কাঞ্চনজঙ্ঘার। একেবারেই বঞ্চিত হচ্ছেন না পর্যটকরা। আসলে এই রূপের টানেই তো দার্জিলিংয়ে বারংবার ছুটে আসা। প্রতীকী ছবি। 
advertisement
6/6
*ঝকঝকে রোদে দু'চোখ ভরে সেই কাঞ্চনজঙ্ঘা দেখছেন পর্যটকরা। তবে এ বার কি তুষারপাতের সেই আনন্দ উপভোগ করতে পারবেন পর্যটকরা? প্রতীকী ছবি।
*ঝকঝকে রোদে দু'চোখ ভরে সেই কাঞ্চনজঙ্ঘা দেখছেন পর্যটকরা। তবে এ বার কি তুষারপাতের সেই আনন্দ উপভোগ করতে পারবেন পর্যটকরা? প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement