রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকা ভাঙড়ে রিভলবার সহ আনারুল জমাদারকে গ্রেফতার করে পুলিশ। তিনি ভাঙড়ের প্রাক্তন সিপিএম বিধায়ক বাদল জমাদারের ছোট ছেলে। ধৃত আনারুল এলাকায় সক্রিয়ভাবে সিপিএম করতেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে তিনি আইএসএফ-এর সমর্থকও ছিলেন বলে এলাকার মানুষ জানিয়েছে। তাঁর কাছ থেকে একটি রিভলবার ছাড়াও পাঁচ রাউন্ড গুলি পেয়েছে পুলিশ। রবিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ ভাঙড় বাজারে হানা দিয়ে আনারুল জমাদারকে গ্রেফতার করে। অভিযোগ সে ওই আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য সেখানে ঘোরাঘুরি করছিল। যদিও দলের প্রাক্তন বিধায়কের ছেলের গ্রেফতারিকে চক্রান্ত বলে দাবি করেছে সিপিএম জেলা নেতৃত্ব।
advertisement
আরও পড়ুন: পৌষ সংক্রান্তিতে 'স্বপ্নের' পিকনিক, আনন্দ-হুল্লোড়ে মাতলেন এই বিশেষ জায়গার আবাসিকরা
অন্যদিকে রবিবার সন্ধেয় জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, ধোসা অঞ্চলের গোবিন্দপুর গাজীর মোড়ে সন্দেহজনকভাবে দু'জন ঘোরাফেরা করছে। এরপরই ধোসা ক্যাম্পের এসআই সামায়ন বাসার এবং জয়নগর থানার এসআই তন্ময় দাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে আগ্নেয়াস্ত্র সহ হাসান মোল্লা ও মশিবুর মোল্লাকে গ্রেফতার করে তারা। তাদের কাছ থেকে একটি পাইপ গান ও দু'রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই দুই ধৃতের বাড়ি কুলতলির কীর্তনখোলা এলাকায়।
সুমন সাহা