TRENDING:

South 24 Parganas News: কুমির বাঁচাতে বন বিভাগের উদ্যোগে সামিল বিদেশি পর্যটকরা

Last Updated:

সম্প্রতি দেখা যাচ্ছে মাঝেমধ্যেই কুমিররা লোকালয়ে ঢুকে পড়ছে। ফলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ছেন। অনেক সময় ভয় পেয়ে গ্রামবাসীরা পিটিয়ে মারার চেষ্টা করছে কুমিরকে। সেই আতঙ্কের পরিবেশ কাটাতে এবং কুমিরদের বাঁচাতেই বিশেষ সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে বন বিভাগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: 'লোকালয়ে কুমির এলে রক্ষা করো সবাই মিলে', এই ট্যাগলাইন সামনে রেখে কুমির বাঁচানোর বার্তা বন দফতরের। সুন্দরবনে বন বিভাগের এই কুমির বাঁচানো কর্মসূচিতে অংশ নিলেন একদল বিদেশি পর্যটক‌।
advertisement

ভগবতপুর কুমির প্রকল্পের কাছে এই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে এসে হাজির হন নরওয়ে ও কানাডার একদল পর্যটক। মোট ২১ জনের দল। এই পর্যটক দলের কয়েকজন সদস্য বন্যপ্রাণী বিষয়ে বিশেষজ্ঞ। বন দফতর কুমির বাঁচাতে সুন্দরবনবাসীকে সচেতন করার যে কর্মসূচি নিয়েছেন তাতে অংশ নিয়ে এই পর্যটকরা মূল্যবান মতামত রাখেন। উল্লেখ্য কুমির সংরক্ষণের উদ্যেশে ১৯৭৬ সালে সুন্দরবনে শুরু হয় কুমির প্রকল্প।

advertisement

আরও পড়ুন: নদীর বুকে দুয়ারে সরকার ক্যাম্প! সুন্দরবনে রাজ্য প্রশাসনের চমক

সেই থেকে কুমির সংরক্ষণ ও তাদের নিয়ে গবেষণার কাজ করে আসছে বন দফতরের বিশেষ সেল। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে মাঝেমধ্যেই কুমিররা লোকালয়ে ঢুকে পড়ছে। ফলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ছেন। অনেক সময় ভয় পেয়ে গ্রামবাসীরা পিটিয়ে মারার চেষ্টা করছে কুমিরকে। সেই আতঙ্কের পরিবেশ কাটাতে এবং কুমিরদের বাঁচাতেই বিশেষ সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে বন বিভাগ। বন দফতরের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, লোকালয়ে কুমির এলে তাকে রক্ষা করার দায়িত্ব সবার। কুমিরকে না মেরে বন দফতরকে খবর দেওয়ার কথাও বলা হয়েছে। আর এবার সেই কর্মসূচিতে বিদেশি পর্যটকরা যোগ দেওয়ায় তা অন্য মাত্রা পেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কুমির বাঁচাতে বন বিভাগের উদ্যোগে সামিল বিদেশি পর্যটকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল