এলাকার পড়ুয়াদের কম্পিউটার ও মোবাইল গেমের ভার্চুয়াল জগৎ থেকে বার করে এনে মাঠমুখী করতে ফুটবল খেলার আয়োজন করল জয়নগর পুরসভা। করোনার জন্য প্রায় দু'বছর খেলাধুলো বন্ধ ছিল। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে সবকিছু ছন্দে ফিরলেও খেলাধুলা থেকে যেন অনেকটাই দূরে সরে গিয়েছে ছেলেমেয়েরা। এদিকে একদল অর্থলোভী প্রোমোটারদের দাপটে হারিয়ে যাচ্ছে খেলার মাঠও। আর তাই এলাকায় খেলাধুলার সংস্কৃতি আবার ফিরিয়ে আনতে এগিয়ে আসে জয়নগর-মজিলপুর পুরসভা। এ নিঃসন্দেহে এক ব্যাতিক্রমী উদ্যোগ। পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মিত্রপাড়ায় আমরা সবাই ক্লাবের উদ্যোগে ক্লাবের মাঠে আট দলের ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল।
advertisement
আরও পড়ুন: তিন কিমি মাটির রাস্তা আর পাকা হল না! ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষ
এই প্রতিযোগিতায় আশেপাশের এলাকা থেকে ৮ টি দল অংশ নেয়। ফাইনালে ওঠে আদি ফুটবল লাভার্স ও জে এম যুবা। জে এম যুবার হয়ে ফাইনালে মাঠে নামেন জয়নগর থানার এসআই রাজু গুপ্তা। ৩-০ গোলে আদি ফুটবল লাভার্স বিজয়ী হয়।
এই খেলা দেখতে বহু দর্শক উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা জয়নগর-মজিলপুর পুরসভার পুরপ্রধান সুকুমার হালদার, বিকাশ দত্ত, সঞ্জীব সাহা সহ আরও অনেকে। দীর্ঘ দিন পরে এত সুন্দর খেলা দেখতে পেয়ে খুশি এলাকার মানুষ।
সুমন সাহা