Hooghly News: তিন কিমি মাটির রাস্তা আর পাকা হল না! ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষ
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
ভোট যায় ভোট আসে, কিন্তু তিন কিমি মাটির রাস্তা আর পাকা হয় না!
হুগলি: বছরের পর বছর ধরে মাটির রাস্তা দিয়েই যাতায়াত করতে হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়ে ওঠে। তবু হুঁশ নেই প্রশাসনের। আর তাতেই ক্ষোভে ফুঁসছে গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতের মানুষ।
কুমারগঞ্জ পঞ্চায়েতের কমলা থেকে আশপুর পর্যন্ত রাস্তাটি বছরের পর বছর মাটির হয়ে পড়ে আছে। এই রাস্তাটির দৈর্ঘ্য প্রায় তিন কিলোমিটার। বৃষ্টি হলেই এক হাঁটু কাদা পেরিয়ে যাতায়াত করতে হয় কমলা, চাকলা, আশপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষজনকে। বর্ষাকালে তাঁরা বাধ্য হন বাঁকুড়া সীমান্তবর্তী এলাকায় দিয়ে ঘুরে ঘুরে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র সহ বিভিন্ন কাজে যেতে। এতে সময় লাগে অনেকটা। এদিকে মাটির রাস্তা হওয়ায় তা আর চলাচলের যোগ্য নেই। ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটে। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েতকে বারবার বলেও এই মাটির রাস্তা পাকা হয়নি।
advertisement
আরও পড়ুন: জল অপচয় বন্ধ করতে সুন্দরবনে বিশেষ প্রদর্শনী
advertisement
স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘ ১০ বছরে সামান্য কাজ হলেও রাস্তাটি মাটিরই থেকে গেছে। গ্রামে একটি স্বাস্থ্য কেন্দ্র আছে। কিন্তু বর্ষাকাল এই মাটির রাস্তার উপর দিয়ে সেখানে যাওয়া সম্ভব হয় না।
বিষয়টি নিয়ে বিজেপির মণ্ডল সভাপতি দোলন দাস তীব্র কটাক্ষ করে বলেন, গত পাঁচ বছরে এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ হয়নি। তৃণমূলের নেতারা সবাই কাটমানি খাওয়ায় রাস্তার এই বেহাল অবস্থা।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 6:00 PM IST