এদিকে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় সবরকমের ব্যবস্থা রাখা হয়েছে। সেচ দফতরের আধিকারিকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্লক অফিস ও পঞ্চায়েতগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। বেহাল নদী ও সমুদ্র বাঁধগুলির উপর নজর রাখতেও বলা হয়েছে। সমগ্র পরিস্থিতি দিকে নজর রাখছে মহকুমা প্রশাসন।
advertisement
আরও পড়ুন- হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি, হঠাৎ কী হল গায়কের? বিছানায় শুয়ে ছবি পোস্ট করতেই উদ্বিগ্ন ভক্তরা
তবে পরিস্থিতি এখন অনুকূল বলে মত অধিকাংশ মৎস্যজীবীর। তবে যারা গভীর সমুদ্রে ছিলেন তাঁরা জানিয়েছেন সমুদ্রে রোলিং বেড়েছে। ঢেউয়ের গতিও বেড়েছে। ফলে উপকূলে থাকাই এখন শ্রেয়। আগামীকাল থেকে পরিস্থিতির উন্নতি হলে তবেই সমুদ্রে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশিকা কি আসে সেদিকেই তাকিয়ে সকল মৎস্যজীবীরা।
নবাব মল্লিক