Vishal Dadlani Hospitalized: হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি, হঠাৎ কী হল গায়কের? বিছানায় শুয়ে ছবি পোস্ট করতেই উদ্বিগ্ন ভক্তরা

Last Updated:

Vishal Dadlani Hospitalized: আচমকাই হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক বিশাল দাদলানি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি শেয়ার করেছেন বিশাল৷ যা দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷

হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি
হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি
আচমকাই হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক বিশাল দাদলানি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি শেয়ার করেছেন বিশাল৷ যা দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ আচমকা কী এমন হল যে হাসপাতালে ভর্তি হতে হল? এখন কেমন আছেন তিনি? সবটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
আচমকাই হাসপাতাল থেকে বিশালের শেয়ার করা ছবি দেখেই চিন্তায় পড়েছেন ভক্তরা৷ হাসপাতালের বিছানায় শুয়েও রকিং মুডে দেখা গিয়েছে বিশালকে৷ ছবি পোস্ট করে বিশাল লেখেন, কী হয়েছে জানতে চাইবেন না৷ এটা একটা ভুল প্রশ্ন৷ বরং জিজ্ঞাসা করুন কেমন অভিজ্ঞতা? আমি তো বলব দুর্দান্ত৷ ভাল ভাবে বাঁচো বন্ধুপা৷ পাশাপাশি আচমকা এইভাবে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য ক্ষমাও চেয়ে নেন গায়ক৷
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by VISHAL (@vishaldadlani)

advertisement
নীল রঙের ট্র্যাক প্যান্ট ও সাদা রঙের টি-শার্ট পরে হাসিমুখে ইয়ো পোজে ছবি পোস্ট করেছেন বিশাল দাদলানি৷ পায়ের নীচে রাখা একটি বালিশ৷ এমন পোস্ট দেখে স্বাভাবিক ভাবেই সকলে ঘাবড়ে গেছেন৷
প্রিয় গায়কের হঠাৎ কেন হাসপাতালে ভর্তি হতে হল তা ভেবেই হয়রান হচ্ছেন৷ গায়কের বারণ সত্ত্বেও অনেকেই জিজ্ঞাসা করেছেন, কী হয়েছে তাঁর? যদিও এর কোনও উত্তর দেননি বিশাল৷ উল্লেখ্য,ইন্ডিয়ান আইডল ১৪ -তে বিচারক হিসেবে দেখা যাচ্ছে বিশাল দাদলানিকে৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Vishal Dadlani Hospitalized: হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি, হঠাৎ কী হল গায়কের? বিছানায় শুয়ে ছবি পোস্ট করতেই উদ্বিগ্ন ভক্তরা
Next Article
advertisement
২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
২২ গজের পর ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা, মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের
  • ২২ গজের পর এবার ফ্যাশনেও চ্যাম্পিয়ন হরমনপ্রীতরা

  • ভারতের মহিলা ক্রিকেটারদের সম্মান ‘ভোগ’ ম্যাগাজিনের

  • দেশের মহিলা ক্রিকেটের উত্থানের অন্যতম প্রতীকী মুহুর্ত

VIEW MORE
advertisement
advertisement