Vishal Dadlani Hospitalized: হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি, হঠাৎ কী হল গায়কের? বিছানায় শুয়ে ছবি পোস্ট করতেই উদ্বিগ্ন ভক্তরা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Vishal Dadlani Hospitalized: আচমকাই হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক বিশাল দাদলানি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি শেয়ার করেছেন বিশাল৷ যা দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷
আচমকাই হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক বিশাল দাদলানি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি শেয়ার করেছেন বিশাল৷ যা দেখেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ আচমকা কী এমন হল যে হাসপাতালে ভর্তি হতে হল? এখন কেমন আছেন তিনি? সবটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
আচমকাই হাসপাতাল থেকে বিশালের শেয়ার করা ছবি দেখেই চিন্তায় পড়েছেন ভক্তরা৷ হাসপাতালের বিছানায় শুয়েও রকিং মুডে দেখা গিয়েছে বিশালকে৷ ছবি পোস্ট করে বিশাল লেখেন, কী হয়েছে জানতে চাইবেন না৷ এটা একটা ভুল প্রশ্ন৷ বরং জিজ্ঞাসা করুন কেমন অভিজ্ঞতা? আমি তো বলব দুর্দান্ত৷ ভাল ভাবে বাঁচো বন্ধুপা৷ পাশাপাশি আচমকা এইভাবে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য ক্ষমাও চেয়ে নেন গায়ক৷
advertisement
আর পড়ুন- পুরুষরা সাবধান! ‘এই’ ৫ অভ্যাস আজই না ছাড়লে ‘সর্বনাশ’ তো হবেই, মাশুল গুনতে হবে সারাজীবন ধরে
advertisement
আর পড়ুন- চুমুক দিলেই কমবে তলপেটের মেদ! সকালে ঠিক ‘এই’ ভাবে পান করুন ‘ম্যাজিক ওয়াটার’, রোগা হবেন ৭ দিনে
advertisement
নীল রঙের ট্র্যাক প্যান্ট ও সাদা রঙের টি-শার্ট পরে হাসিমুখে ইয়ো পোজে ছবি পোস্ট করেছেন বিশাল দাদলানি৷ পায়ের নীচে রাখা একটি বালিশ৷ এমন পোস্ট দেখে স্বাভাবিক ভাবেই সকলে ঘাবড়ে গেছেন৷
প্রিয় গায়কের হঠাৎ কেন হাসপাতালে ভর্তি হতে হল তা ভেবেই হয়রান হচ্ছেন৷ গায়কের বারণ সত্ত্বেও অনেকেই জিজ্ঞাসা করেছেন, কী হয়েছে তাঁর? যদিও এর কোনও উত্তর দেননি বিশাল৷ উল্লেখ্য,ইন্ডিয়ান আইডল ১৪ -তে বিচারক হিসেবে দেখা যাচ্ছে বিশাল দাদলানিকে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2023 10:22 AM IST