Magic Water Reduces Belly Fat: চুমুক দিলেই কমবে তলপেটের মেদ! সকালে ঠিক 'এই' ভাবে পান করুন 'ম্যাজিক ওয়াটার', রোগা হবেন ৭ দিনে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Magic Water Reduces Belly Fat: ওজন কমানোর জন্য মধু এবং দারুচিনি হল ম্যাজিক । এতে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ধীরে ধীরে পেটের চর্বি গলিয়ে দেয়।
advertisement
পেটের মেদ কিন্তু দ্রুত যায় না। এতে অনেক ধরনের বিপাকীয় সমস্যা হয়। পেটে চর্বি বেড়ে গেলে হৃদরোগ, ডায়াবেটিস ও জয়েন্টে ব্যথার ঝুঁকি বেড়ে যায়। তাই পেটের চর্বি কমানো খুবই দরকার৷ তবে পেটের চর্বি দূর করতে ডায়েট, ব্যায়াম তো আছেই- পাশাপাশি এমন এক জাদু পানীয় রয়েছে, যা পেটের মেদ কমাতে সাহায্য করে৷
advertisement
advertisement
গবেষণা অনুসারে, দারচিনিতে পাওয়া যৌগ দ্রুত চর্বি পোড়াতে পরিচিত। আপনি যদি এটিতে মধু যোগ করেন তবে তা আরও ভাল ফল দেয়৷ দারচিনিতে অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। দারচিনিতে এমন একটি বৈশিষ্ট্য রয়েছে, যা উচ্চ ক্যালরি বা উচ্চ চর্বিযুক্ত খাবার খাওয়ার ফলে সৃষ্ট ক্ষতি হ্রাস করে। গবেষণায় বলা হয়েছে, দারুচিনি খেলে ওজনও কমে যায়।
advertisement
advertisement