TRENDING:

Royal Bengal Tiger Attack|| কাকড়াঁ ধরে আর ঘরে ফেরা হল না, জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, মৃত্যু মৎস্যজীবীর

Last Updated:

Royal Bengal Tiger Attack: দুই সঙ্গী কে নিয়ে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যায় ননীগোপাল মন্ডল। ড়ির মধ্যে দিয়ে সময় আসার সময়,চলন্ত নৌকায় ননীগোপালের উপর  ঝাঁপ দেয় বাঘ  ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুন্দরবন: দুই সঙ্গীকে নিয়ে সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে যায় ননীগোপাল মণ্ডল। সব ঠিকঠাকই চলছিল। কাঁকড়া ধরা শেষ করে বাড়ি ফিরছিলেন তিন মৎস্যজীবী। সন্ধ্যার আগে তড়িঘড়ি বাড়ি ফেরার জন্য বিজয়ভারনী খাড়ির মধ্যে দিয়ে সময় আসার সময় চলন্ত নৌকায় ননীগোপালের উপর ঝাঁপ দেয় বাঘ। নদীতে পড়ে গেলে সেখানে আবার ঘাড়ে কামড় বসায় বিশাল রয়েল বেঙ্গল। মুহূর্তের মধ্যে ঝোপে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে, ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঝিলা ৫ নম্বর জঙ্গলে।
বাঘের হানায় মৃত্যু। প্রতীকী ছবি।
বাঘের হানায় মৃত্যু। প্রতীকী ছবি।
advertisement

ননীগোপালের দুই সঙ্গী দুখীরাম মণ্ডল, বাঘের সঙ্গে লড়াই করে বাঘের মুখ থেকে উদ্ধার করেন ননীগোপালকে। তড়িঘড়ি রওনা দেন হাসপাতালে। কিন্তু দীর্ঘ পথ ‌যেতে অনেকটাই সময় পেরিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় ননীগোপালের। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে এলাকায়। ঘটনা তদন্ত করছে বনদফতর ও সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। সুন্দরবনের ২ নম্বর সাতজেলিয়া গ্রামের বাসিন্দা ননীগোপাল মণ্ডল।

advertisement

আরও পড়ুনঃ বাবার নিথর দেহ বাড়ি ফিরল, স্বপ্ন পূরণে অবিচল মাধ্যমিক পরীক্ষার্থী ছেলে

মৎস্যজীবী সূত্রের খবর, তড়িঘড়ি সরু খাড়ির মধ্যে দিয়ে বাড়ি আসার সিদ্ধান্তই কাল হয়েছে। সুন্দরবনের গভীর জঞ্জলের, বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা একসঙ্গে কাকড়াঁ ধরছিলেন। কাকড়াঁ ধরে ফিরে এসেছে সবাই, বাকি ছিলেন ননীগোপালরা। তিন মৎস্যজীবী সিদ্ধান্ত নেন সরু সুন্দরবনের খাড়ির নদী মধ্যে দিয়ে অনেকটাই কম সময় লাগবে, ফলে সন্ধ্যার আগেই বাড়িতে ফিরতে পারবেন। ঘন হেতালের জঙ্গল থেকে লাফ দিল বাঘ, তার গ্রাসেই মৃত্যু হল মৎস্যজীবী ননীগোপালের।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অর্পণ মণ্ডল

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Royal Bengal Tiger Attack|| কাকড়াঁ ধরে আর ঘরে ফেরা হল না, জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, মৃত্যু মৎস্যজীবীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল