TRENDING:

South 24 Parganas News: নামখানায় ট্রলারে আগুন! কালো ধোঁয়ায় ভরল এলাকা

Last Updated:

বৃহস্পতিবার নামখানায় ট্রলারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আগুনে ক্ষতিগ্রস্ত ট্রলারটির নাম এফবি শঙ্খধ্বনি। ট্রলারের ভিতরে থাকা ব‍্যাটারিতে শর্ট সার্কিটের ফলে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নামখানা : বৃহস্পতিবার নামখানায় ট্রলারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আগুনে ক্ষতিগ্রস্ত ট্রলারটির নাম এফবি শঙ্খধ্বনি। ট্রলারের ভিতরে থাকা ব‍্যাটারিতে শর্ট সার্কিটের ফলে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ট্রলারে আগুন লাগার ফলে কালো ধোঁয়ায় ছেয়ে যায় সমস্ত এলাকা। এফবি শঙ্খধ্বনিতে যে মুহুর্তে আগুন লাগে, সেসময় ওই ট্রলারের আশেপাশে আরও বেশ কয়েকটি ট্রলার অবস্থান করছিল। প্রথমে সকলে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর। পরে আবার তারা ওই ট্রলারের আগুন নেভাতে সেখানে আসে।
ট্রলারে আগুন
ট্রলারে আগুন
advertisement

এফবি শঙ্খধ্বনিতে আগুন লাগার মুহুর্তে ট্রলারটি স্থানীয় হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর অবস্থান করছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ট্রলারে থাকা ব‍্যাটারিতে শর্ট সার্কিট হওয়ার ফলে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে। ট্রলারে আগুন লাগার পরই ওই ট্রলার থেকে বিপদসংকেত দেওয়া হয়। এরপর অন‍্যান‍্য ট্রলার দ্রুত সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টায় হাত লাগায়।

advertisement

আরও পড়ুনঃ নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে সুন্দরবন পুলিশ জেলা জুড়ে অভিযান

এদিকে আগুন লাগার খবর শুনে নদীর পাড়ে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাও আগুন নেভানোর চেষ্টা করেন। এই ঘটনার খবর স্থানীয় নামখানা থানায় পৌঁছালে নামখানা থানার পুলিশকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এই আগুন লাগার ঘটনায় ট্রলারের ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষাধিক টাকার জাল ও অন‍্যান‍্য মাছ ধরার সামগ্রী পুড়ে নষ্ট হয়েছে বলে অনুমান করা হয়েছে। আগুন নেভার পর এখন সেখানে ক্ষয়ক্ষতির পরিমান জানার করার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Nawab Mallick

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নামখানায় ট্রলারে আগুন! কালো ধোঁয়ায় ভরল এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল