এফবি শঙ্খধ্বনিতে আগুন লাগার মুহুর্তে ট্রলারটি স্থানীয় হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর অবস্থান করছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ট্রলারে থাকা ব্যাটারিতে শর্ট সার্কিট হওয়ার ফলে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় ঘন্টা তিনেকের চেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে। ট্রলারে আগুন লাগার পরই ওই ট্রলার থেকে বিপদসংকেত দেওয়া হয়। এরপর অন্যান্য ট্রলার দ্রুত সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টায় হাত লাগায়।
advertisement
আরও পড়ুনঃ নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে সুন্দরবন পুলিশ জেলা জুড়ে অভিযান
এদিকে আগুন লাগার খবর শুনে নদীর পাড়ে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাও আগুন নেভানোর চেষ্টা করেন। এই ঘটনার খবর স্থানীয় নামখানা থানায় পৌঁছালে নামখানা থানার পুলিশকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়। এই আগুন লাগার ঘটনায় ট্রলারের ভিতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষাধিক টাকার জাল ও অন্যান্য মাছ ধরার সামগ্রী পুড়ে নষ্ট হয়েছে বলে অনুমান করা হয়েছে। আগুন নেভার পর এখন সেখানে ক্ষয়ক্ষতির পরিমান জানার করার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
Nawab Mallick