South 24 Parganas News: নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে সুন্দরবন পুলিশ জেলা জুড়ে অভিযান

Last Updated:

এখনও পর্যন্ত সব মিলিয়ে ৫০০ কেজির উপর নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। কালীপুজোর আগে পর্যন্ত এই অভিযান চলবে বলে খবর।

নিষিদ্ধ শব্দবাজি ও আসামীরা
নিষিদ্ধ শব্দবাজি ও আসামীরা
#কাকদ্বীপ: শব্দবাজির বিরুদ্ধে সুন্দরবন পুলিশ জেলা জুড়ে লাগাতার অভিযান চালচ্ছে সুন্দরবন পুলিশ। এখনও পর্যন্ত সব মিলিয়ে ৫০০ কেজির উপর নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। কালীপুজোর আগে পর্যন্ত এই অভিযান চলবে বলে খবর। বৃহস্পতিবার কাকদ্বীপ থেকে শব্দবাজি বিক্রির অভিযোগে রামমোহন রায় নামের ১ ব‍্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে বিপুল পরিমাণে শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ। এরসঙ্গে সুন্দরবন পুলিশ জেলার রায়দিঘী, কুলপি সহ একাধিক থানা থেকে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালানো হয়।
অপরদিকে পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের তেলটুকারি ও দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ঘেরিতে আলাদাভাবে তল্লাশি অভিযান চালিয়ে আসমানি গোলা, তুবড়ি, বোমা, চকলেট, হাওয়াই ও আতশবাজি সহ মোট ১৭৮ কেজি শব্দবাজি ও ১০০ কেজির মত বারুদ উদ্ধার করেছে ঢোলাহাট থানার পুলিশ। সেই সঙ্গে দুজনকে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ। ধৃতরা তেলটুকারির বাসিন্দা গৌর মন্ডল (২৮) ও দক্ষিণ রায়পুর ৩ নম্বর ঘেরির বাসিন্দা চন্দ্রকান্ত বণিক (৩৪)।
advertisement
আরও পড়ুনঃ নামখানায় ট্রলারে আগুন! কালো ধোঁয়ায় ভরল এলাকা
উদ্ধার হওয়া শব্দবাজি ও বারুদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পরে থানার পাশে নির্জন জায়গাতে নিয়ে গিয়ে জল দিয়ে সেগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শব্দবাজি ব্যবহারের ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সেই নির্দেশিকা অনুযায়ী ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। এ নিয়ে কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ ব‍্যানার্জি নিষিদ্ধ বাজির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। এরসঙ্গে এই বাজি নিয়ে ক্রেতা ও বিক্রেতা উভয়কে সতর্ক করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
advertisement
advertisement
Nawab Mallick
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে সুন্দরবন পুলিশ জেলা জুড়ে অভিযান
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement