আগুন লাগার খবর পেয়েই ডায়মন্ড হারবার থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকলের একটি ইঞ্জিন দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আরও পড়ুন: ইমনকে নিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস! শীতকে উপেক্ষা করে মাঠে জমা হয়েছিল ৩৫ হাজারের বেশি দর্শক
আগুন লাগার ফলে হোটেলের ভেতরে থাকা একাধিক গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়। ফলে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলিতে। তবে এই ঘটনায় হতাহতের কোন খবর নেই।
advertisement
আরও পড়ুন: ঢাকার বিখ্যাত রিক্সা এবার কলকাতায়, ছবি তুলতে পারবেন আপনিও! কিন্তু কীভাবে? দেখুন বিস্তারিত
শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে বলে দমকলের অনুমান। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়াবে বলে দাবি স্থানীয়দের। ভোর তিনটে নাগাদ প্রথম আগুন লাগে ফলের দোকানে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের খাবারের হোটেলে।
স্থানীয়রা বালতিতে করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। উল্টে আগুনের লেলিহান শিখা আরও বাড়তে থাকে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা হবে বলে প্রশাসন সূত্রে খবর।
নবাব মল্লিক