মথুরাপুর-২ ব্লকের খাড়িতে কয়েক বিঘা জায়গার উপর গড়ে উঠেছে ভুট্টা বাগান। সেখানে ডিএমআরএইচ ১৩০৮ ও এলকিউএমএইচ ১ প্রজাতির ভুট্টার চাষ হচ্ছে। এগুলি সার্টিফায়েড ভুট্টা প্রজাতি। সম্প্রতি এমনই এক ভুট্টা চাষের জমি ঘুরে দেখেন কৃষি দফতরের কর্মকর্তারা। মথুরাপুর-২ ব্লকের সহ কৃষি অধিকর্তা অভিষেক নস্করের নির্দেশে আ্যসিস্ট্যান্ট এইও রাজু রায় ও বিটিএম সোমা মাইতি সহ আরও অনেকে ভুট্টার ক্ষেত পরিদর্শন করেন।
advertisement
আরও পড়ুন: বীরভূমে গাড়ির ভেতর থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক
এই সরকারি আধিকারিকরা ভুট্টার ক্ষেত পরিদর্শন করার পর ভুট্টার ফলন দেখে খুশি হন। এই প্রসঙ্গে পেশায় চাষি পুলক হালদার বলেন, ভাল পরিমাণে ভুট্টা চাষের পিছনে আত্মা প্রকল্পের আধিকারিকদের যথেষ্ট অবদান আছে। উৎপাদিত ভুট্টা বিক্রি করে লক্ষাধিক টাকা লাভ হবে বলে পুলকবাবুর আশা। তিনি জানান, চাষের ভুট্টা বিক্রি করা ছাড়াও গাছের অন্যান্য অংশও কাজে লাগানো যাচ্ছে। সেগুলো পশুখাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে। এরফলে ভুট্টা চাষ করে তার সব অংশ থেকে লাভ পাওয়া যাচ্ছে বলে জানান চাষিরা।
নবাব মল্লিক