TRENDING:

South 24 Parganas News: আগ্নেয়াস্ত্র, ব্রহ্মাস্ত্র, নিমাস্ত্র প্রয়োগ করে বিপুল লাভ করছেন কৃষকরা! ব্যাপারটা কী?

Last Updated:

রাসায়নিক সার ছেড়ে আগ্নেয়াস্ত্র-ব্রহ্মাস্ত্রে মজেছেন কৃষকরা, বেড়েছে আয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে সাময়িক লাভ পাওয়া গেলেও দীর্ঘ মেয়াদে জমির উৎপাদন ক্ষমতা কমে যায়। তাছাড়া রাসায়নিক সার ব্যবহার করে উৎপাদিত ফসল খেয়ে মানুষেরও নানান রোগব্যাধি হচ্ছে। চিকিৎসকরা তো আজকাল বলেন, রাসায়নিক সারে চাষ করা ফসল খাওয়া ক্যান্সার হওয়ার অন্যতম কারণ। এই অবস্থায় বিশেষজ্ঞরা চাষিদের জৈব সার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। আর সেই জৈব সার ও কীটনাশক উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে সাড়া ফেলে দেওয়া কাজ করেছে নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা।
advertisement

তাঁরা আগ্নেয়াস্ত্র, ব্রহ্মাস্ত্র ও নিমাস্ত্র নামে তিন ধরনের জৈব সার ও কীটনাশক তৈরি করেছেন। যা ব্যবহার করে রাসায়নিক সারের তুলনায় অনেক বেশি পরিমাণে ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে সেই সঙ্গে এই উৎপাদিত ফসল খেয়ে কারোর কোন‌ও শরীর খারাপ‌ও করছে না। তাছাড়া জৈব সারের উৎপাদিত ফসল অনেক বেশি দিন টাটকা ও সতেজ থাকে। এই জৈব সার ও কীটনাশক গুলো খুব সহজে একজন কৃষক নিজের বাড়িতেই তৈরি করতে পারবেন।

advertisement

আসুন দেখে নেওয়া যাক আগ্নেয়াস্ত্র, ব্রহ্মাস্ত্র ও নিমাস্ত্র জৈব সার ও কীটনাশক তৈরি এবং ব্যবহারের পদ্ধতি-

আগ্নেয়াস্ত্র:

View More

চাষের ক্ষেতে গুটি প্রকার আক্রমণ সামলে ফসল স্বাভাবিকভাবে উৎপাদন করতে এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করুন।

কীভাবে তৈরি করবেন আগ্নেয়াস্ত্র-

প্রস্তুতি: ১ কেজি বেড়া কলমি পাতা, ৫০০ গ্রাম কাঁচা লঙ্কা, ৫০ গ্রাম রসুন, ৫ কেজি নিমপাতা ১০ লিটার গোমুত্রে মিশিয়ে ভাল করে পেষণ করুন।

advertisement

কীভাবে প্রয়োগ করবেন?

মিশ্রণটিকে পাঁচবার ফুটিয়ে ঘন করতে হবে। তারপর ছেঁকে নিয়ে নি‌র্যাস বের করে কাঁচ বা প্লাস্টিকের বোতলে সংরক্ষণ করুন এবং প্রয়োজন মত চাষের জমিতে স্প্রে করুন।

আরও পড়ুন: 'শুধু ডাল-ভাত কেন?' মিড ডে মিলের মেনু দেখে কড়া ধমক সরকারি কর্তার

ব্রহ্মাস্ত্র:

শোষক পোকার আক্রমণের হাত থেকে চাষের জমিকে বাঁচাতে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করুন।

advertisement

কীভাবে তৈরি করবেন ব্রহ্মাস্ত্র:

প্রস্তুতি: প্রথমে ১০ লিটার গোমূত্রে ৩ কেজি নিম পাতা মিশিয়ে পেষণ করতে হবে। এরপর ২ কেজি আতা পাতা, ২ কেজি পেপে পাতা, ২ কেজি ডালিম পাতা ও ২ কেজি পেয়ারা পাতা আগের মিশ্রণের সঙ্গে ভালো করে মেশান। তারপর সেটার সঙ্গে আরও অনেকটা জল মিশিয়ে ফোটাতে হবে। এইভাবে কিছু সময় অন্তর মোট পাঁচবার ফোটাতে হবে। যাতে মিশ্রণটি কমে অর্ধেক হয়ে যায়। ২৪ ঘণ্টা এভাবেই রেখে দিয়ে ছেঁকে নির্বাস বার করতে হবে। এটি ৬ মাস অবধি বোতলে সংরক্ষণ করা যায়।

advertisement

কীভাবে প্রয়োগ করবেন ব্রহ্মাস্ত্র?

দু-তিন লিটার নির্যাসকে ১০০ লিটার জলে পাতলা করে গুলে এক একর জমিতে ব্যবহার করুন।

নিমাস্ত্র:

শোষক পোকা মারার অব্যর্থ অস্ত্র এই নিমাস্ত্র।

প্রস্তুতি: গোমূত্র ৫ লিটার, গোবর ২ কেজি, জল ১০০ লিটার, নিম পাতার নির্যাস ৫ কেজি নিয়ে একসঙ্গে মেশাতে হবে। মিশ্রণটিকে মাঝে মাঝে নাড়িয়ে ২৪ ঘণ্টা পচতে দিতে হবে। এরপর মিশ্রণটিকে ছেঁকে নিয়ে এক একর জমিতে স্প্রে করতে হবে।

কীভাবে প্রয়োগ করবেন নিমাস্ত্র?

নিমাস্ত্র প্রয়োগ করে ভাল ফল পাওয়ার জন্য প্রতিদিন বিকেলে এটি চাষের জমিতে দিন। ১৫ থেকে ২০ দিন অন্তর স্প্রে করুন, দেখবেন দারুন ফল পেয়েছেন।

কীভাবে এই জৈব সার ও কীটনাশক বাড়িতে তৈরি করবেন তা মোটামুটি ব্যাখ্যা করলাম আমরা। এগুলি ব্যবহার করে কৃষকরা বেশি লাভ করছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: আগ্নেয়াস্ত্র, ব্রহ্মাস্ত্র, নিমাস্ত্র প্রয়োগ করে বিপুল লাভ করছেন কৃষকরা! ব্যাপারটা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল