শনিবার থেকে শুরু হয়েছিল এই পাখি প্রদর্শনী। বিরল ব্ল্যাক পাম কাকাতুয়া থেকে শুরু করে ব্লু গোল ম্যাকাও, কার্লি ম্যাকাও, সেভিয়ার ম্যাকাও, হ্যান্ডস ম্যাকাও সহ নানা প্রজাতির বিদেশি পাখি এসেছিল এই প্রদর্শনীতে। এক উদ্যোক্তা জানান, ২০-২২ রকম প্রজাতির বিদেশি পাখি আনা হয়েছিল প্রদর্শনীতে। এই প্রদর্শনীতে যে পাখিগুলি দেখা যাবে সবই বিদেশি। এখানে আসা এক একটি পাখির দাম লক্ষ টাকারও বেশি।
advertisement
আরও পড়ুন: মার্কিন সংস্থার ফেলো সম্মানে ভূষিত দুর্গাপুরের স্নায়ু চিকিৎসক
এই প্রদর্শনীতে এসেছিলেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ছোট থেকে বড় সকলেই পাখি দেখতে পছন্দ করে। তাই এই প্রদর্শনীতে ভিড় উপচে পড়েছে। পাশাপাশি এই পাখিগুলি কোন প্রজাতির, কোথায় তার জন্ম সেই সংক্রান্ত যাবতীয় তথ্য থাকায় সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে।
সুমন সাহা