বিপদের সময় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেই উপরের তলায় পাঠরত ছাত্র-ছাত্রীদের সুস্থভাবে বাইরে বের করে আনা যায় তার জন্য বৃহস্পতিবার রায়দিঘি কলেজে বসানো হল লোহার সিঁড়ি। এতে খুশি ছাত্র-ছাত্রীরা।
এই সিঁড়ি কলেজের বাইরের দিক থেকে বসানো হয়েছে। একেবারে টপ ফ্লোর থেকে সরাসরি মাটিতে নামছে সিঁড়ি। এই এমার্জেন্সি এক্সিট সিঁড়ির উদ্বোধন করলেন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। সিঁড়িটির সঙ্গে প্রত্যেক ফ্লোরের সংযোগ আছে।
advertisement
মূলত বেশ কয়েক বছর ধরে ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা ভেবে একাধিক কাজ করে চলেছে রায়দিঘি কলেজ কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণ করতে কলেজ একাধিক পদক্ষেপ নেয়। কলেজের মধ্যেই বেশ কয়েক জায়গায় ফায়ার এক্সটিংগুইসার বসানো হয়।
আরও পড়ুন: জোর করে ভিনরাজ্যে কাজে নিয়ে যাচ্ছিল ঠিকাদার! ট্রেনে ওঠার পর থেকেই নিখোঁজ যুবক
এই আপৎকালীন সিঁড়ির পাশাপাশি কলেজের একটি ইনডোর গ্যালারি ছাত্র-ছাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এই গ্যালারিতে আগে ৩০ জন ছাত্র-ছাত্রী বসতে পারত। বর্তমানে সেখানে ১০০ জন ছাত্র-ছাত্রী বসতে পারবে।
এই নিয়ে রায়দিঘি কলেজের অধ্যক্ষ শশবিন্দু জানা বলেন, নিসন্দেহে এটি একটি বড় পদক্ষেপ। এই সিঁড়ি বসানোর ফলে ছাত্র-ছাত্রীদের অনেক সুবিধা হবে। যে কোনও জরুরি প্রয়োজনে কাজে লাগবে এই সিঁড়ি। এছাড়াও গ্যালারিটি কলেজের ইনডোর অনুষ্ঠানে কাজে লাগবে। আগামীদিনে এই ভাবনা সুন্দরবনের অন্যান্য কলেজগুলিকেও পথ দেখাবে বলে তিনি জানান।
নবাব মল্লিক





