Malda News: জোর করে ভিনরাজ্যে কাজে নিয়ে যাচ্ছিল ঠিকাদার! ট্রেনে ওঠার পর থেকেই নিখোঁজ যুবক

Last Updated:

কাজের জন্য ভিন রাজ্যে গিয়ে নিখোঁজ মালদহের যুবক। গত আড়াই মাস ধরে তার সন্ধান পাওয়া যাচ্ছে না এই ঘটনায় ঠিকাদারের দিকে আঙুল তুলেছে নিখোঁজের পরিবার

+
title=

মালদহ: পরিযায়ী শ্রমিকের কাজে অন্ধ্রপ্রদেশে গিয়ে হারিয়ে গিয়েছেন মালদহের সঞ্জয় মণ্ডল (৩৫)। আড়াই মাস ধরে নিখোঁজ তিনি। পরিবারের সদস্যরা ছোটাছুটি করে, পুলিশের দারস্থ হয়েও খোঁজ মেলেনি। স্বামীর খোঁজ না পেয়ে দুই নাবালক সন্তানকে নিয়ে আকুল পাথারে পড়েছেন স্ত্রী। স্বামীর খোঁজে পুলিশের দারস্থ হয়েছেন, কিন্তু তাঁরাও কোন‌ও সন্ধান দিতে পারেননি। শ্রমিক সরবরাহকারী ঠিকা সংস্থা জানিয়েছে সঞ্জয় নিজে থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। এই পরিস্থিতিতে ওই শ্রমিকের খোঁজ পেতে ঠিকা সংস্থার মালিক ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে নিখোঁজের পরিবার।
পুরাতন মালদহের ১৫ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লী এলাকায় বাড়ি নিখোঁজ সঞ্জয় মণ্ডলের। তাঁর বাড়িতে আছে- স্ত্রী সহ দুই নাবালক সন্তান। এছাড়াও বৃদ্ধ বাবা আছেন। মূলত সঞ্জয়ের উপার্জনেই গোটা সংসার চলত। তিনি নিখোঁজ হয়ে যাওয়ায় গোটা পরিবারের উপার্জন কার্যত বন্ধ হয়ে গিয়েছে। ওই নিখোঁজ শ্রমিকের পরিবারের দাবি, গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সঞ্জয়কে কার্যত জোর করে বাড়ি থেকে পরিযায়ী শ্রমিকের কাজের জন্য ভিন রাজ্যে নিয়ে যায় ঠিকাদার। আর তারপর থেকেই তিনি নিখোঁজ। এই ঘটনায় ঠিকাদারের দিকে অভিযোগের আঙুল তুলেছে নিখোঁজ শ্রমিকের পরিবার। তাদের দাবি ওই ঠিকাদার‌ই সঞ্জয়কে কোথাও আটকে রেখেছে।
advertisement
advertisement
এদিকে অভিযুক্ত ঠিকাদার জানিয়েছে, সঞ্জয় বিশাখাপত্তনমে জোর করে ট্রেন থেকে নেমে পড়েছিলেন৷ এরপর থেকে তাঁর আর কোনও সন্ধান পাওয়া যায়নি৷ ফোনে গোটা ঘটনা শুনে ওই শ্রমিকের পরিবারের সদস্যরা অন্ধ্রপ্রদেশেও ছুটে গিয়েছিলেন৷ কিন্তু সঞ্জয়ের সন্ধান মেলেনি৷ এরপর পরিবারের সদস্যরা স্থানীয় থানায় ঠিকাদারের নামে অভিযোগ দায়ের করেন৷ কিন্তু ওই অসহায় পরিবারটির দাবি, পুলিশ তাঁদের আর্জিতে কান দেয়নি৷ তাই তাঁরা বাধ্য হয়ে পুলিশ সুপার, এমনকি জেলা আদালতেও অভিযোগ দায়ের করেন৷ এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে পুরাতন মালদহের আদর্শপল্লি এলাকায়৷
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: জোর করে ভিনরাজ্যে কাজে নিয়ে যাচ্ছিল ঠিকাদার! ট্রেনে ওঠার পর থেকেই নিখোঁজ যুবক
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement