কিন্তু এই তাড়াহুড়োর কারণটা কী? এ প্রসঙ্গে এক প্রতিমা শিল্পীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘‘গত বছর বর্ষার কারণে বেশ কিছু প্রতিমার অর্ডার নিতে পারিনি৷ যেহেতু হাতের সময় কম নিয়ে প্রতিমা গড়ার কাজে লেগে পড়েছিলাম। অন্যদিকে বর্ষা দেরি করে আসায় পুজোর আগে পর্যন্ত চলবে বৃষ্টি৷ সেই কারণে আগেভাগেই কাজ সেরে রেখেছি।’’
advertisement
আরও পড়ুন: আর মাত্র কত দিনের অপেক্ষা? উমা আসছে, চরম ব্যস্ততা পটুয়াপাড়ায়
বেশি ভাগ প্রতিমা প্রায় ৯০% এরও বেশি কাজ হয়ে গিয়েছে। এছাড়াও এখন নতুন করে যদি কোনও অর্ডার আসে সেটাও তৈরি করে দিতে পারব৷ তাই আগে থেকে যে প্রতিমার অর্ডার গুলি আছে সেগুলির কাজ করেই ফেলেছি।
তিনি আরও বলেন,‘‘গত কয়েক বছরের তুলনায় এবছর প্রতিমার দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে, যার কারণ গত কয়েক বছরের তুলনায় এ বছর মাটি থেকে শুরু করে বাঁশ খড় দড়ির পাশাপাশি রং ও এবং প্রতিমার সাজ পোশাক দাম দ্বিগুণ হয়েছে৷ আর যার কারণে প্রতিমার দাম অনেকটাই বেড়েছে এবছর। আর যার জন্য পূজা উদ্যোক্তারা একটু হলেও চিন্তিত হয়ে পড়ছে।’’
সুমন সাহা