কীভাবে যাবেন:
শিয়ালদহ দক্ষিণ শাখা লক্ষীকান্তপুর লোকাল বা নামখানা লোকালে ট্রেনে চেপে জয়নগর স্টেশনের নেমে সেখান থেকে বাসে করে জামতলা হয়ে কৈখালী পৌঁছতে হবে।
আরও পড়ুনঃ পুজোয় পদ্মফুলের ব্যাপক চাহিদা, মেটাতে প্রস্তুত সাগরের পদ্মচাষীরা
কোথায় থাকবেন:
আমরা জানি সাধারণত সুন্দরবনে বেড়াতে আসলে লঞ্চ ও ভুটভুটিতে রাত কাটাতে হয় আপনি চাইলে রাত কাটাতে নাও পারেন । তাহলে ভাবছেন কোথায় থাকবেন। কৈখালী তে শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমের একটি টুরিস্ট স্পট কৈখালীতে আছে যা পশ্চিমবঙ্গ সরকারের সাথে যৌথভাবে এই টুরিজম স্পট।
advertisement
কীভাবে বুক করবেন:
রাজ্য সরকারের টুরিজিম স্পট ওয়েবসাইট থেকেও বুক করা যাবে এ ছাড়া নিমপীঠ রামকৃষ্ণ মিশন আশ্রমে অনলাইনে এই রুমের বুকিং করা যায়। এছাড়া লঞ্চ বা ভুটভুটি কীভাবে বুকিং করবেন আপনি কৈখালী ঘাটে আসলে।
এখানে ট্যুর অপারেটরদের আপনাকে লঞ্চ বা বোটের ভাড়া মাথাপিছু ৪০০ টাকা
আরও পড়ুনঃ ফের পাচার! ফের টাকা! বাংলাদেশ পাচারের আগে উদ্ধার গাড়ি ভর্তি গবাদি পশু
কি খাবেন:
আপনি চাইলে টুর অপারেটরদের লঞ্চে করা খাওয়া দাওয়া প্যাকেজ করে দিতে পারেন। এ ছাড়া আপনি নিজে লঞ্চের ওপরে নিজেরা রান্না করার ব্যবস্থাও থাকে মূলত সুন্দরবনের বিভিন্ন মাছ কাঁকড়া ও মাংস পর্যটকদের রসনা তৃপ্তি করে।
কী কী দেখবেন:
কৈখালী থেকে বনি ক্যাম্প, ঝড়খালি, কলস দীপ, এ ছাড়া সুন্দরবনের অপরুপ শোভাতে রয়েছে।
এ ছাড়া বিভিন্ন ধরনের পাখি, কুমির আর যদি আপনার ভাগ্যে লেগে যায় সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার ও হরিণ।
সুমন সাহা