TRENDING:

Durga Puja 2023: মৌসুনী দ্বীপকে রক্ষা করাই ব্রত, পুজোর উদ্যোগ গ্রামের গৃহবধূদের

Last Updated:

Durga puja 2023 : প্রতিবছর প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৌসুনী দ্বীপ। এই দ্বীপকে বাঁচানোর চেষ্টায় এবার মেয়েরা এগিয়ে এল দুর্গাপুজোয়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নামখানা: প্রতিবছর প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৌসুনী দ্বীপ। এই দ্বীপকে বাঁচানোর চেষ্টা চালানো হচ্ছে সব রকম ভাবে। এরই অঙ্গ হিসাবে মৌসুনী দ্বীপের মেয়েরা এবার এগিয়ে এল দুর্গাপুজো করতে।শুধু দুর্গাপুজো নয় দ্বীপ বাঁচাতে তাঁরা আরও অন্যান্য পুজোর আয়োজন করবেন।
advertisement

এই কাজে অংশ নিয়েছেন মৌসুনীর ২৪ জন গৃহবধূ। সুন্দরবনের বুকে যখনই কোন প্রাকৃতিক দুর্যোগ হানা দেয় তখন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই মৌসুনি দ্বীপ। নদী বাঁধের ভাঙন বারে বারে তাদেরকে ঘরছাড়া করেছে।সেজন্য এবার প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে দেবী দুর্গার আরাধনায় ব্রতী হলেন মৌসুনি দ্বীপের বালিয়াড়ার গৃহবধূরা।

আরও পড়ুন:  মহালয়াতেই ভক্তি ও বিশ্বাসের মেলবন্ধনে মিলল গঙ্গাসাগর! পুণ্যার্থীর ঢল

advertisement

এই দ্বীপের আয়তন ছিল প্রায় ১০০ বর্গ কিলোমিটার। ভাঙনের আতঙ্কে আগেই দ্বীপ ছেড়েছেন বহু বাসিন্দা। দ্বীপে বসবাসকারী মানুষের সংখ্যাটা এখন মেরে কেটে ৫ হাজারের আশেপাশে। বর্তমানে এই দ্বীপের আয়তন কমে দাঁড়িয়েছে প্রায় ৭০ বর্গ কিলোমিটারে। এই দ্বীপকে ঘিরে রেখেছে বটতলা নদী, চিনাই নদী ও বঙ্গোপসাগর সমুদ্র। এরমধ্যে ইয়াসের পর থেকে এই দ্বীপের নদী ও সমুদ্রের বাঁধ আরও বেহাল হয়ে পড়েছে।তারপর থেকে বাঁধ ভাঙার আতঙ্ক কখনই পিছু ছাড়েনি দ্বীপের বাসিন্দাদের।

advertisement

View More

আরও পড়ুন :  এই জেলায় ৩৯১ টি স্কুল বন্ধ করে দেবে সরকার! আসল ব্যাপারটা কী

এবার প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে এবং বাঁধ ভাঙনের হাত থেকে মুক্তি পেতে দেবী দুর্গার আরাধনায় ব্রতী হলেন মৌসুনি দ্বীপের বালিয়াড়ার বেশ কয়েকটি পরিবারের গৃহ বধুরা। মৌসুনির বালিয়াড়ার বাসিন্দা ২৪ জন গৃহবধূ মিলে দেবী দুর্গাকে আরাধনার উদ্যোগ নিয়েছেন। দুর্গাপুজোকে ঘিরে প্রস্তুতি একেবারেই তুঙ্গে। একদিকে যেমন চলছে প্রতিমা তৈরির কাজ ঠিক তেমনি অন্যদিকে চলছে মন্ডপ সজ্জার প্রস্তুতি।

advertisement

উদ্যোক্তা কমিটির ২৪ জন মহিলা সদস্যা গত মাসখানেক ধরে কোনক্রমে বাড়ির সমস্ত কাজ সামলে বেরিয়ে পড়েন গ্রামে। পৌঁছে যান গ্রামের বাড়িতে বাড়িতে। এবং বাড়ি বাড়ি গিয়ে তারা পুজোর জন্য সংগ্রহ করছেন চাল, ডাল, আলু থেকে শুরু করে অর্থ। এবছর মহিলাদের এই নতুন পুজোর অনুষ্ঠান দ্বীপবাসীকে আরও আনন্দ দেবে।

advertisement

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Durga Puja 2023: মৌসুনী দ্বীপকে রক্ষা করাই ব্রত, পুজোর উদ্যোগ গ্রামের গৃহবধূদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল