Mahalaya 2023: মহালয়াতেই ভক্তি ও বিশ্বাসের মেলবন্ধনে মিলল গঙ্গাসাগর! পুণ্যার্থীর ঢল
- Published by:purnendu mondal
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
ভক্তি ও বিশ্বাসের মিলনস্থল গঙ্গাসাগর। মনে করা হয় জীবন ও মৃত্যুর বৃত্ত থেকে মুক্তি পেতে ডুব দিতে হয় সাগরে। আর সেজন্য মহালয়া হোক অথবা সাগরমেলা পূণ্যার্থীদের ভিড় সবসময় লেগেই থাকে এখানে।
গঙ্গাসাগর: ভক্তি ও বিশ্বাসের মিলনস্থল গঙ্গাসাগর। মনে করা হয় জীবন ও মৃত্যুর বৃত্ত থেকে মুক্তি পেতে ডুব দিতে হয় সাগরে। আর সেজন্য মহালয়া হোক অথবা সাগরমেলা পূণ্যার্থীদের ভিড় সবসময় লেগেই থাকে এখানে।মহালয়ার দিন পূর্বপুরুষের সন্তুষ্ট করতে কালো তিল মিশ্রিত জল নিবেদন করা হয়। যাকে বলা হয় তর্পণ।
এই দিন গঙ্গার মতো পবিত্র জলধারায় পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ, পিন্ডদান ও অন্নপ্রদান করা হয়। গঙ্গাসাগর হল মোক্ষপ্রাপ্তির জায়গা। সেজন্য হাজার, হাজার মানুষ ছুটে আসেন এখানে। মহালয়া উপলক্ষেশুক্রবার থেকেই মানুষজন আসছেন এখানে। শনিবার ভোর থেকে শুরু হয়েছে পুণ্যস্নান ও তর্পণ। ইতিমধ্যে কয়েক লাখ পূণ্যার্থী এসেছেন সেখানে। এই বিপুল সংখ্যক পুণ্যার্থীর কথা মাথায় রেখে লঞ্চের সংখ্যা বাড়ানহয়েছে। ভেসেল পরিষেবাও সুগম করা হয়েছে।
advertisement
advertisement
বিপুল সংখ্যক যাত্রীর কথা মাথায় রেখে ভেসেলে বাইক পারাপার আপাতত বন্ধ করা হয়েছে। এই পুণ্যস্নান ও তর্পণ পুলিশি নিরাপত্তাও জোরদার করা হয়েছে। চেনা এই ছবি মনে করিয়ে দিচ্ছে গঙ্গাসাগর মেলার দৃশ্যকে। অনেক পুণ্যার্থী দাবি করছেন গঙ্গাসাগর মেলার সময় ভিড়ের কারণে তারা আসতে পারেননা। তবে মহালয়াতে তাঁরা এসে পুণ্যস্নান সেরে যান। আর এভাবেই সাগর মেলা হোক বা মহালয়ার পূণ্যতিথি ভক্তি ও বিশ্বাসের মেলবন্ধনে বারবার মিলে যায় এই পূণ্যভূমি।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2023 11:45 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Mahalaya 2023: মহালয়াতেই ভক্তি ও বিশ্বাসের মেলবন্ধনে মিলল গঙ্গাসাগর! পুণ্যার্থীর ঢল