আরও পড়ুন: সাগরে ফুঁসছে নিম্নচাপ! উত্তাল সমুদ্র, সতর্কতা জারি… ইলিশের আকাল, আদৌ আর মাছ পাবে বাঙালি!
এই সমস্ত নদীবাদের বাসিন্দারা বরাবরই প্রশাসনের কাছে তারা দাবি করে কংক্রিটের বাঁধ। এলাকার নদী বাঁধ দীর্ঘদিন ধরে বেহাল। প্রাকৃতিক দুর্যোগ হলেন কোনভাবেই সেই বাঁধ মেরামত করা হয় আবার সেই একই অবস্থায় ফিরে আসে। যে কোনও মুহূর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। আর তাই কথাই আছে নদীর পাড়ে বাস চিন্তা বারো মাস। এলাকার মানুষদের দাবি ভোট আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের কথা মনে পড়ে। আর ভোটের সময় ভোট প্রচারে এসে আমাদেরকে আশ্বাস দেয় আর ভোট মিটে গেলে আর সেভাবে কাউকে দেখা মেলে না। আর তাই আমাদের প্রশাসনের কাছে অনুরোধ যদি আমাদের এই ধরনের নদী বাঁধগুলি কংক্রিটের করে দেওয়া হয় তাহলে হয়তো আমরা নিশ্চিন্তে জীবনযাপন করতে পারব।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
সুমন সাহা