TRENDING:

South 24 Parganas News: জলোচ্ছ্বাসে প্রায়ই ভাঙছে নদীবাঁধ! আতঙ্ক বাড়ছে সুন্দরবনে

Last Updated:

জলের ধাক্কায় প্রায়ই ভাঙছে নদীবাঁধ। একদিকে বর্ষাকাল অন্যদিকে পূর্নিমা কোটালের জলোচ্ছ্বাস, যার ফলে আতঙ্কে রয়েছে নদী উপকূলবর্তী এলাকার বাসিন্দারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: আবারও বর্ষার শুরুতে নদী বাঁধ ভাঙার আতঙ্কে সুন্দরবনের নদীর পাড়ের বাসিন্দারা।জলের ধাক্কায় প্রায়ই ভাঙছে নদীবাঁধ। একদিকে বর্ষাকাল অন্যদিকে পূর্নিমা কোটাল যার ফলে আতঙ্কে রয়েছে নদী উপকূলবর্তী এলাকার বাসিন্দারা। বিশেষ করে সুন্দরবনের এলাকার প্রতিবছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে নদীর পাড়ের বাসিন্দাদের চোখের ঘুম উড়ে ‌যায়। আয়লা আমফান ইয়াস সহ বহু ঘূর্ণীঝড় তছনছ করেছে উপকূল।না ছিল নদীর বাঁধ না ছিল বাসস্থান। সব কিছুই তছনছ করে দিয়েছিল তা এখনো চোখের সামনে নদীর জল উত্তাল দেখলেই সেই পুরানো দিনের কথা আজ ও ভেসে ওঠে চোখের সামনে। প্রতিবছরই কোন না কোন দুর্যোগের কারণে নদীর জলোচ্ছ্বাসে বাঁধ বেহাল হয়ে পড়ে আর সুন্দরবনের কৈখালী থেকে শুরু করে কিশোরী মোহনপুর।
advertisement

আরও পড়ুন: সাগরে ফুঁসছে নিম্নচাপ! উত্তাল সমুদ্র, সতর্কতা জারি… ইলিশের আকাল, আদৌ আর মাছ পাবে বাঙালি!

এই সমস্ত নদীবাদের বাসিন্দারা বরাবরই প্রশাসনের কাছে তারা দাবি করে কংক্রিটের বাঁধ। এলাকার নদী বাঁধ দীর্ঘদিন ধরে বেহাল। প্রাকৃতিক দুর্যোগ হলেন কোনভাবেই সেই বাঁধ মেরামত করা হয় আবার সেই একই অবস্থায় ফিরে আসে। যে কোনও মুহূর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে। আর তাই কথাই আছে নদীর পাড়ে বাস চিন্তা বারো মাস। এলাকার মানুষদের দাবি ভোট আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমাদের কথা মনে পড়ে। আর ভোটের সময় ভোট প্রচারে এসে আমাদেরকে আশ্বাস দেয় আর ভোট মিটে গেলে আর সেভাবে কাউকে দেখা মেলে না। আর তাই আমাদের প্রশাসনের কাছে অনুরোধ যদি আমাদের এই ধরনের নদী বাঁধগুলি কংক্রিটের করে দেওয়া হয় তাহলে হয়তো আমরা নিশ্চিন্তে জীবনযাপন করতে পারব।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

View More

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: জলোচ্ছ্বাসে প্রায়ই ভাঙছে নদীবাঁধ! আতঙ্ক বাড়ছে সুন্দরবনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল