৯ টি দ্বীপের সমন্বয়ে গঠিত গোসাবা ব্লক। সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেই ভ্রাম্যমান দুয়ারে সরকার ক্যাম্প করা হয়েছে। আগামী কুড়ি দিন গোসোবা ব্লকের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই ভ্রাম্যমান দুয়ারে সরকার ক্যাম্প সাধারণ মানুষকে পরিষেবা দেবে।
আরও পড়ুন: বিশ্ব জলজ প্রাণী দিবস পালিত হল গড়চুমুকে
advertisement
প্রশাসন সূত্রে খবর, টানা ২০ দিন ধরে এই ভ্রাম্যমান ক্যাম্পগুলি সুন্দরবনের বিভিন্ন দ্বীপের ঘাটে ঘাটে গিয়ে দাঁড়াবে। সেখানে এসে সুন্দরবনের মানুষ স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু সহ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে প্রতিটি পরিবারের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন। সেই দিকে লক্ষ্য রেখে এই স্বয়ং মুখ্যমন্ত্রী দক্ষিণ ২৪ পরগনার এই প্রথম তো এলাকায় ভ্রাম্যমান দুয়ারে সরকার ক্যাম্প করার নির্দেশ দেন বলে জানা গিয়েছে।
সুমন সাহা