Howrah News: বিশ্ব জলজ প্রাণী দিবস পালিত হল গড়চুমুকে

Last Updated:

বিশ্ব জলজ প্রাণী দিবস উপলক্ষে গড়চুমুক চিড়িয়াখানায় স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতার উপর কুইজ প্রতিযোগিতাও আয়োজিত হয়।

হাওড়া: ৩ এপ্রিল বিশ্ব জলজ প্রাণী দিবস বা ওয়ার্ল্ড অ্যকোয়াটিক অ্যানিম্যাল ডে। পশ্চিমবঙ্গ জু অথরিটি, হাওড়া বন বিভাগ ও গড়চুমুক মিনি জু-র ব্যবস্থাপনায় গড়চুমুক চিড়িয়াখানায় এই দিনটি পালিত হয়।
বিশ্ব জলজ প্রাণী দিবস উপলক্ষে গড়চুমুক চিড়িয়াখানায় স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতার উপর কুইজ প্রতিযোগিতাও আয়োজিত হয়। এ ছাড়াও ছাত্রছাত্রীদের নিয়ে প্রকৃতির পাঠশালার ব্যবস্থা করা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণ ও সচেতনতার পাঠ দেওয়া হয়।
advertisement
advertisement
হাওড়া জেলার মধ্য দিয়েই বয়ে গিয়েছে গঙ্গা, দামোদর ও রূপনারায়ণ নদী। এই তিন প্রধান নদীতেই অবাধে ঘুরে বেড়ায় জলজ প্রাণী শুশুক। এদিনের কর্মসূচিতে ভারতবর্ষের জাতীয় জলজ প্রাণী গাঙ্গেয় শুশুকদের রক্ষা করার বার্তা দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়ার ডিভিশনাল ফরেস্ট অফিসার নিরঞ্জিতা মিত্র। বন বিভাগের আধিকারিকরা ছাড়াও হাজির ছিলেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক। তিনি বলেন, পরিবেশ, বন্যপ্রাণী বা জলজ প্রাণীকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশকে বাঁচাতে এই কাজে নতুন প্রজন্মকে আরও বেশি করে সামিল হতে হবে বলে তিনি মন্তব্য করেন।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: বিশ্ব জলজ প্রাণী দিবস পালিত হল গড়চুমুকে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement